
কলকাতা, ১৪ নভেম্বর (হি. স.) পথশ্রী প্রকল্পে শুক্রবার সকালে দক্ষিণ ২৪ পরগনা জেলার মথুরাপুর ১ নম্বর ব্লকের লালপুর গ্রাম পঞ্চায়েতের লালপুর হরেন্দ্রনাথ অবৈতনিক প্রাথমিক স্কুল থেকে দাউদ মোল্লার বাড়ি পর্যন্ত ঢালাই রাস্তার কাজের সূচনা হয়েছে। নারকেল ফাটিয়েই তা করেন মথুরাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ বাপি হালদার। উপস্থিত ছিলেন রায়দিঘীর বিধায়ক ডাঃ অলক জলদাতা, মথুরাপুর ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি তথা ব্লক সভাপতি মানবেন্দ্র হালদার সহ দলীয় নেতৃত্ব।
সরকারি সূত্রে এদিন আরও জানা গিয়েছে, এই ঢালাই কাজের জন্য বরাদ্দ করা হয়েছে ৯৩ লাখ, ১২ হাজার ৭৬১ টাকা। এই রাস্তার কাজ সম্পন্ন হলে আশপাশ এলাকার বেশ কয়েক হাজার মানুষ উপকৃত হবে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত