বাংলায় মুসলিমদের কাছে নীতীশের মতো কোনও ‘সেফটি ভাল্ভ’ নেই, সমস্যা সেখানেই
কলকাতা, ১৪ নভেম্বর, (হি.স.): বাংলায় মিম বা নওসাদ সিদ্দিকিরা প্রার্থী দিলে আদৌ বিহারের মতো ভোট পাবেন কি? বিহারের ভোটের ফলাফলে এই প্রশ্ন উঠতে শুরু করেছে। কারণ, বাংলায় মুসলিমদের কাছে নীতীশ কুমারের মতো কোনও ‘সেফটি ভাল্ভ’ এখনও নেই। রাজনৈতিক পর্যবেক্ষক
বাংলায় মুসলিমদের কাছে নীতীশের মতো কোনও ‘সেফটি ভাল্ভ’ নেই, সমস্যা সেখানেই


কলকাতা, ১৪ নভেম্বর, (হি.স.): বাংলায় মিম বা নওসাদ সিদ্দিকিরা প্রার্থী দিলে আদৌ বিহারের মতো ভোট পাবেন কি? বিহারের ভোটের ফলাফলে এই প্রশ্ন উঠতে শুরু করেছে। কারণ, বাংলায় মুসলিমদের কাছে নীতীশ কুমারের মতো কোনও ‘সেফটি ভাল্ভ’ এখনও নেই।

রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে, শুভেন্দু অধিকারী যেরকম উগ্র হিন্দুত্বের কথা বলছেন, তাতে বিজেপি-কে ঠেকাতে সংখ্যালঘু ভোটার সম্পূর্ণ মেরুকরণের সম্ভাবনাই ফের প্রবল হয়ে উঠতে পারে। ঠিক যেমনটা হয়েছিল, ২০২১ সালের বিধানসভা ভোটে। নওসাদের সভায় ঢেলে লোক হলেও তা ভোট বাক্স অবধি পৌঁছয়নি।

প্রসঙ্গত, বিহার নির্বাচনের ফল ঘোষণা হতেই বাংলার রাজনৈতিক ময়দানও উত্তপ্ত। গেরুয়া শিবিরে উৎসবের আবহ-মোদীর কুশপুতুল, ব্যানার নিয়ে কর্মীদের উচ্ছ্বাসের মধ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার প্রকাশ্যেই আশা প্রকাশ করেছেন, “অঙ্গ-কলিঙ্গের পর এবার বঙ্গ দখল হবে।”

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande