
পাটনা, ১৪ নভেম্বর (হি.স.): বিহারে জাদুসংখ্যা পেরিয়ে গিয়েছে এনডিএ। বিরাট জয়ের পথে এনডিএ জোট। বিহারে ইতিমধ্যেই ১৮৮টি আসনে এগিয়ে রয়েছে এনডিএ। এর মধ্যে বিজেপি ৮৫টি আসনে এগিয়ে, জেডিইউ ৭৫টি আসনে, এলজেপি (রামবিলাস) ২২টি আসনে এগিয়ে রয়েছে, এছাড়াও হিন্দুস্তানি আওয়াম মোর্চা ৪টি আসনে এগিয়ে এবং আরএলএম ২টি আসনে এগিয়ে।
অন্যদিকে, বিরোধীদের মহাজোট এগিয়ে রয়েছে ৫১টি আসনে। বিহার বিধানসভা নির্বাচনে রীতিমতো ধরাশায়ী বিরোধীরা। কংগ্রেস ৬টি আসনে, আরজেডি ৩৬ এবং সিপিআইএম (এল) ৭টি করে আসনে এগিয়ে রয়েছে। ভিআইপি একটি আসনে এবং সিপিআইএম একটি আসনে এগিয়ে। বিহারে বিধানসভা নির্বাচনের ভোটগণনা এখনও চলছে। জিততে দরকার ১২২টি আসনে জয়, যা ইতিমধ্যেই এনডিএ এগিয়ে চলেছে। উল্লেখ্য, বৃহস্পতিবার সাতসকালেই বিহারে জাদুসংখ্যা পেরিয়ে গিয়েছিল এনডিএ। সময় যত যাচ্ছে আসন তত বাড়ছে।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা