শনিবার গুজরাট সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
নয়াদিল্লি, ১৪ নভেম্বর (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবার গুজরাট সফর করবেন। এই সফরে তিনি সুরাটে বুলেট ট্রেনের নির্মীয়মাণ স্টেশনের কাজ পরিদর্শন করবেন এবং মুম্বই-আহমেদাবাদ হাই স্পিড রেল করিডোর (এমএএইচএসআর) এর অগ্রগতি পর্যালোচনা করবেন। ৫০৮ কিল
Narendra Modi


নয়াদিল্লি, ১৪ নভেম্বর (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবার গুজরাট সফর করবেন। এই সফরে তিনি সুরাটে বুলেট ট্রেনের নির্মীয়মাণ স্টেশনের কাজ পরিদর্শন করবেন এবং মুম্বই-আহমেদাবাদ হাই স্পিড রেল করিডোর (এমএএইচএসআর) এর অগ্রগতি পর্যালোচনা করবেন। ৫০৮ কিলোমিটার জুড়ে বিস্তৃত এই রেলপথের ৩৫২ কিলোমিটার গুজরাট এবং দাদরা ও নগর হাভেলির মধ্যে দিয়ে এবং ১৫৬ কিলোমিটার মহারাষ্ট্রের মধ্যে দিয়ে বিস্তৃত। এই করিডোরটি সবরমতী, আহমেদাবাদ, আনন্দ, ভদোদরা, ভারুচ, সুরাট, বিলিমোরা, ভাপি, থানে এবং মুম্বইয়ের মতো প্রধান শহরগুলিকে সংযুক্ত করবে।

জানা গেছে, এই প্রকল্প সম্পূর্ণ হওয়ার পর বুলেট ট্রেনটি মুম্বই থেকে আহমেদাবাদে ভ্রমণের সময় প্রায় দুই ঘন্টা কমবে। এটি ভ্রমণকে আরও দ্রুত, আরও আরামদায়ক এবং আরও সুবিধাজনক করে তুলবে। করিডোরটি বাণিজ্য, পর্যটন এবং অর্থনৈতিক কর্মকাণ্ডকেও উৎসাহিত করবে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande