“পরবর্তী স্টেশন, প্লাটফর্ম বাঁ দিকে”, বিহার নিয়ে প্রতিক্রিয়া শমীকের
কলকাতা, ১৪ নভেম্বর, (হি.স.): বিহার বিধানসভা ভোটে বিজেপি-র নিয়ে প্রতিক্রিয়া দিলেন দলের পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। “পরবর্তী স্টেশন। প্লাটফর্ম বাঁ দিকে।” শিরোনামের এই বার্তায় তিনি মেট্রো রেলের ঘোষণার সুরে কালীঘাট স্টেশনের ছবি পেশ করেছ
শমীক ভট্টাচার্য


কলকাতা, ১৪ নভেম্বর, (হি.স.): বিহার বিধানসভা ভোটে বিজেপি-র নিয়ে প্রতিক্রিয়া দিলেন দলের পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য।

“পরবর্তী স্টেশন। প্লাটফর্ম বাঁ দিকে।” শিরোনামের এই বার্তায় তিনি মেট্রো রেলের ঘোষণার সুরে কালীঘাট স্টেশনের ছবি পেশ করেছেন। এই সঙ্গে লিখেছেন, “বিহারের এই বিপুল মানুষের জনসমর্থনের ঢেউ এসে পৌঁছবে পশ্চিমবঙ্গেও। বাংলার মানুষ পরিবর্তন চায়। বাংলার মানুষ তৃণমূলের অভিশাপ মুক্ত হয়ে উন্নয়ন চায়, কর্মসংস্থান চায়। বাংলা আবার ভারত সেরা হতে চায়। আর সেটা কেবলমাত্র বিজেপির হাত ধরেই সম্ভব।২০২৬ এর নির্বাচন, তৃণমূলের বিসর্জন!”

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande