
অসলো, ১৪ নভেম্বর(হি.স.): ঘরের মাঠে বৃহস্পতিবার রাতে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচটি ৪-১ গোলে জিতেছে নরওয়ে। সরলথের জোড়া গোলের পর দুবার জালে বল পাঠান হলান্ড।জাতীয় দলের হয়ে এই নিয়ে টানা ১০ ম্যাচে জালের দেখা পেলেন গোলমেশিন হলান্ড।
চলতি মরসুমে অবিশ্বাস্য ফর্মে থাকা হলান্ড ক্লাব ও জাতীয় দলের হয়ে ১৯ ম্যাচে এই নিয়ে মোট গোল করলেন ৩০টি।আন্তর্জাতিক ফুটবলে ৪৭ ম্যাচে তাঁর গোল হল ৫৩টি।
টানা সাত জয়ে ২১ পয়েন্ট নিয়ে ‘আই’ গ্রুপের শীর্ষে আছে নরওয়ে। এক ম্যাচ কম খেলে ১৫ পয়েন্ট নিয়ে দুইয়ে ইতালি।
বল দখল ও আক্রমণে একচেটিয়া আধিপত্য দেখালেও প্রতিপক্ষ গোলরক্ষকের দৃঢ়তার জন্য নরওয়ে প্রথম আধ ঘণ্টায় গোলের জন্য ১১টি শট নিলেও একটিও লক্ষ্যে রাখতে পারেনি তাঁরা।
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি