
ম্যানহাটন, ১৪ নভেম্বর (হি.স.): ম্যাসিডন অ্যাভিনিউতে চলল গুলি। বৃহস্পতিবার ম্যানহাটনের আপার ইস্ট সাইডের ইস্ট ৯৬ স্ট্রিট এবং ম্যাডিসন অ্যাভিনিউতে স্থানীয় মানুষ এবং পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়েছিল এক ব্যক্তি। কতর্ব্যরত পুলিশকর্মী পাল্টা গুলি চালায়। সেই গুলিতে আহত হয় ওই বন্দুকবাজ। তাকে মাউন্ট সিনাই হাসপাতালে ভর্তি করানো হয়। পরে মৃত্যু হয় তার। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সন্ধ্যায়। আপাতত ইস্ট ৯৬ স্ট্রিট এবং ম্যাডিসন অ্যাভিনিউতে যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওই ব্যক্তি একটি দোকানের ভেতরে গ্রাহকদের হুমকি দিচ্ছিল। দোকানের এক কর্মচারী আপৎকালীন (৯১১) নম্বরে ফোন করে বিষয়টি জানায়। পুলিশ খবর পেয়ে ওই এলাকায় তল্লাশি চালিয়ে ম্যাডিসন অ্যাভিনিউয়ের কাছে ওই ব্যক্তিকে দেখতে পায়। পুলিশ কাছে যেতেই পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় বন্দুকবাজ। পুলিশ পাল্টা গুলি চালালে আহত হয় ওই বন্দুকবাজ। পুলিশ তাকে মাউন্ট সিনাই হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করা হয়। বন্দুকবাকজের গুলিতে কোনও পুলিশ আহত হয়নি বলে জানা গেছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ