কান্দিতে বিবাদ থামাতে গিয়ে আহত পুলিশ
মুর্শিদাবাদ, ১৪ নভেম্বর (হি.স.): শুক্রবার দুই তরফের মধ্যে বিবাদ থামাতে ঘটনাস্থলে গিয়েছিলেন মুর্শিদাবাদের কান্দি থানার আইসি ও এসডিপিও।কিন্তু বিবাদ থামাতে গিয়ে নিজেই আহত হলেন আইসি। তাঁর জখম বেশ গুরুতর বলে জানা গেছে। শুক্রবার কান্দি থানার গোকর্ণ ১ নম
কান্দিতে বিবাদ থামাতে গিয়ে আহত পুলিশ


মুর্শিদাবাদ, ১৪ নভেম্বর (হি.স.): শুক্রবার দুই তরফের মধ্যে বিবাদ থামাতে ঘটনাস্থলে গিয়েছিলেন মুর্শিদাবাদের কান্দি থানার আইসি ও এসডিপিও।কিন্তু বিবাদ থামাতে গিয়ে নিজেই আহত হলেন আইসি। তাঁর জখম বেশ গুরুতর বলে জানা গেছে। শুক্রবার কান্দি থানার গোকর্ণ ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের মাজারেরধার গ্রামের ঘটনা। জানা গেছে, জমি সংক্রান্ত বিষয় ঘিরে দুই ভাগিদারের মধ্যে অশান্তি চলছিল ওই এলাকায়। অশান্তির খবর পেয়ে কান্দি থানার আইসি এবং এসডিপিও বাহিনীকে নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে যান। সেই সময়েই ওই বিবাদের মধ্যে পড়ে যান কান্দি থানার আইসি। হাতাহাতির মধ্যে পড়ে গুরুতর জখম হন আইসি মৃণাল সিনহা। মাথা ফেটে যায় তাঁর। কিছুক্ষণ পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। আইসি চিকিৎসাধীন বলে জানা গেছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande