শিশু দিবসের দিন জীবনযুদ্ধে জয়ী নবজাতিকার কন্যার পাশে দাঁড়াল পুলিশ
ঝাড়গ্রাম, ১৪ নভেম্বর (হি.স.) : শিশু দিবসে জীবনযুদ্ধে জয়ী এক নবজাতিকার পাশে দাঁড়িয়ে মানবিকতার নজির গড়ল পুলিশ। খুশি স্থানীয় মানুষও। গত ১ নভেম্বর বেলিয়াবেড়া থানা এলাকার এক গ্রামে কন্যা সন্তান হওয়ায় সাত দিনের শিশুকে দুধের সঙ্গে বিষ মিশিয়ে হত্যার চেষ্টা
শিশু দিবসের দিন জীবনযুদ্ধে জয়ী নবজাতিকার কন্যার পাশে দাঁড়াল পুলিশ


ঝাড়গ্রাম, ১৪ নভেম্বর (হি.স.) : শিশু দিবসে জীবনযুদ্ধে জয়ী এক নবজাতিকার পাশে দাঁড়িয়ে মানবিকতার নজির গড়ল পুলিশ। খুশি স্থানীয় মানুষও। গত ১ নভেম্বর বেলিয়াবেড়া থানা এলাকার এক গ্রামে কন্যা সন্তান হওয়ায় সাত দিনের শিশুকে দুধের সঙ্গে বিষ মিশিয়ে হত্যার চেষ্টা করেন তার ঠাকুমা। ঘটনার পর অভিযুক্ত ঠাকুমা গ্রেফতার হয়ে এখন শ্রীঘরে। এরপরই পুলিশ প্রশাসনের উদ্যোগে গ্রামে টানা সচেতনতা শিবির করে স্থানীয়দের সচেতন করা হয়।

অন্যদিকে, টানা ১১ দিন ঝাড়গ্রাম জেলা মেডিক্যাল কলেজে মৃত্যুর সঙ্গে লড়াই করে নবজাতিকা অবশেষে বিপদ কাটিয়ে বাড়ি ফিরেছে। শুক্রবার বেলিয়াবেড়া থানার পক্ষ থেকে পরিবারকে নতুন পোশাক ও পুষ্টিকর খাদ্য সামগ্রী দেওয়া হয়। থানার ওসি নীলু মণ্ডল নিজে শিশুর বাড়িতে গিয়ে পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।

প্রতিবেশীদের বক্তব্য, “এই ভয়াবহ ঘটনার পর পুলিশের সহমর্মিতা ও পাশে দাঁড়ানো পরিবারটিকে নতুন করে সাহস জুগিয়েছে।”

---------------

হিন্দুস্থান সমাচার / গোপেশ মাহাতো




 

 rajesh pande