পুণের নাভলে ব্রিজে আবারও দুর্ঘটনা, পরিদর্শনে মন্ত্রী মুরলীধর মোহল
মুম্বই, ১৪ নভেম্বর (হি.স.) :পুণের নাভলে ব্রিজে বিগত আট বছরে অন্তত ২১০টি দুর্ঘটনা ঘটেছে। প্রাণ গেছে কমপক্ষে ৮২ জনের। তারপরও ব্রিজের নিরাপত্তায় বড় পদক্ষেপ হয়নি বলে অভিযোগ । বৃহস্পতিবার সন্ধ্যায় আরও একটি ভয়াবহ দুর্ঘটনা ঘটে এখানে। তারপরেই আবার প্রশ্ন
পুণের নাভলে ব্রিজ বিপর্যয়; ৮ বছরে ২১০ দুর্ঘটনার পরও সমাধান অধরা


মুম্বই, ১৪ নভেম্বর (হি.স.) :পুণের নাভলে ব্রিজে বিগত আট বছরে অন্তত ২১০টি দুর্ঘটনা ঘটেছে। প্রাণ গেছে কমপক্ষে ৮২ জনের। তারপরও ব্রিজের নিরাপত্তায় বড় পদক্ষেপ হয়নি বলে অভিযোগ । বৃহস্পতিবার সন্ধ্যায় আরও একটি ভয়াবহ দুর্ঘটনা ঘটে এখানে। তারপরেই আবার প্রশ্ন উঠেছে, এই ব্রিজ কি ক্রমেই ‘দুর্ঘটনাপ্রবণ’ হয়ে উঠছে।

শুক্রবার সকালে ঘটনাস্থলে পৌঁছন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী মুরলীধর মোহল। তাঁর সঙ্গে ছিলেন পুণে পৌরসভার কমিশনার–সহ প্রশাসনের পদস্থ আধিকারিকরা। তাঁরা ব্রিজের খুঁটিনাটি খতিয়ে দেখেন। মন্ত্রী জানান, “দ্রুত ব্যবস্থা নিতে হবে, কারণ এই সড়ক ইতিমধ্যেই উচ্চঝুঁকির হয়ে পড়েছে।”

পুলিশ সূত্রে জানা গেছে , পুণের নাভলে ব্রিজে বৃহস্পতিবারের সন্ধ্যায় এক ভয়াবহ দুর্ঘটনায় ৮ জনের মৃত্যু হয়েছে, আহত ১৫ জন। সাতারা থেকে পুণে আসার পথে একটি দ্রুতগামী কন্টেনারের ব্রেক ফেল করে। নিয়ন্ত্রণ হারানো কন্টেনারটি ২০টি গাড়িকে একের পর এক ধাক্কা দেয়, পরে আরেক কন্টেনারের সঙ্গে সংঘর্ষে ভয়াবহ বিস্ফোরণ ও আগুন লাগে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৮ জনের, আহত হয় ১৫ জন । খবর পেয়ে পুলিশ আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠায়। পুলিশ দুর্ঘটনার তদন্ত করছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande