
‘অসমে ২৬-এর নির্বাচনে বিজেপির স্টার ক্যাম্পেনার হিসেবে আসুন রাহুল গান্ধী’
গুয়াহাটি, ১৪ নভেম্বর (হি.স.) : রাহুল গান্ধী বিজেপির স্টার ক্যাম্পেনার, যেখানেই যান সেখানেই বিজেপির জয়জয়কার হয়, বিহার নির্বাচনে দলের প্রচণ্ড জনাদেশে কংগ্রেস এবং বিরোধী মহাগোটবন্ধনকে এভাবেই কটাক্ষ করেছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা। পাশাপাশি বিহারে অসাধারণ ফলাফলের জন্য অসমবাসী জনগণের পক্ষ থেকে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানিয়েছেন। অভিনন্দন জানিয়েছেন নীতিশ কুমারকেও।
আজ শুক্রবার বিহার বিধানসভা নির্বাচনের ফলাফল সম্পর্কে প্রতিক্রিয়া জানাতে গিয়ে বিরোধীদের ওপর তীব্র হামলা করেছেন মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা। তিনি বলেন, কংগ্রেস নেতা রাহুল গান্ধী যেখানেই নির্বাচনী প্রচারে যান, সেখানেই ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জয় প্রায় নিশ্চিত।
ড. শৰ্মা বলেন, ‘বিহারে নির্বাচনী জনসভায় ভাষণ দিতে গিয়ে বলেছিলাম, বিহারে বিজেপি তথা এনডিএ-র জয় একেবারে নিশ্চিত। কারণ এখানে কংগ্রেস নেতা রাহুল গান্ধী কংগ্রেস সহ মহাগোটবন্ধনের নির্বাচনী প্রচারে এসেছেন।’ তিনি বলেন, ‘বিহারে গিয়ে জন-সমর্থন দেখে আমি আগাম টের পেয়েছিলাম, এখানে বিজেপির প্ৰচণ্ড জনাদেশ নিয়ে বিজয়ী হবে।’
রাইজর দলের প্রধান অখিল গগৈকেও কটাক্ষ করেছেন হিমন্তবিশ্ব শর্মা। ড. শর্মা বলেন, ‘যেখানে অখিল গগৈ থাকেন, সেখানে পরিস্থিতি এমন হয়ে যায় যে যেন দুধে নুন পড়েছে।’ মুখ্যমন্ত্রী আরও বলেন, নির্বাচন এলে বিরোধীরা ‘হোটেল লিলি’তে সময় কাটান। আর বিজেপি সারাবছর গ্রাউন্ডে জনসাধারণের সঙ্গে মিশে কাজ করে।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস