পারফরম্যান্সের দিকে নজর দেওয়া গুরুত্বপূর্ণ, ভোটের ফল প্রসঙ্গে শশী
তিরুবনন্তপুরম, ১৪ নভেম্বর (হি.স.): বিহারে বিধানসভা নির্বাচনে ভরাডুবি কংগ্রেসের, একেবারেই মুখ থুবড়ে পড়েছে কংগ্রেস। এমতাবস্থায় কংগ্রেস সাংসদ শশী থারুর বলেন, আমি বলব যে এই ধরণের ক্ষেত্রে, আমাদের সামগ্রিক পারফরম্যান্সের দিকে নজর দেওয়া খুবই গুরুত্বপূর্
শশী থারুর


তিরুবনন্তপুরম, ১৪ নভেম্বর (হি.স.): বিহারে বিধানসভা নির্বাচনে ভরাডুবি কংগ্রেসের, একেবারেই মুখ থুবড়ে পড়েছে কংগ্রেস। এমতাবস্থায় কংগ্রেস সাংসদ শশী থারুর বলেন, আমি বলব যে এই ধরণের ক্ষেত্রে, আমাদের সামগ্রিক পারফরম্যান্সের দিকে নজর দেওয়া খুবই গুরুত্বপূর্ণ। নির্বাচন অনেকগুলি বিষয়ের উপর নির্ভর করে। শশী বলেন, আচরণবিধি জারির ঠিক আগে মহিলা ভোটারদের অবশ্যই কিছু ইনসেন্টিভ দেওয়া হয়েছিল। আমাদের পছন্দ হোক বা না হোক, দুর্ভাগ্যবশত, আমাদের আইন অনুযায়ী এটা বৈধ। আমি মনে করি না এটি একটি সুস্থ অনুশীলন, কিন্তু অতীতে আমরা মহারাষ্ট্রের পাশাপাশি অন্যান্য ক্ষেত্রেও অনুরূপ এমন কিছু দেখেছি। যাই হোক, আসুন ফলাফলগুলি বিস্তারিতভাবে বিশ্লেষণ করি।

উল্লেখ্য, বিহারে জাদুসংখ্যা পেরিয়ে গিয়েছে এনডিএ। বিরাট জয়ের পথে এনডিএ জোট। বিহারে ইতিমধ্যেই ১৮৮টি আসনে এগিয়ে রয়েছে এনডিএ। অন্যদিকে, বিরোধীদের মহাজোট এগিয়ে রয়েছে ৫১টি আসনে। বিহার বিধানসভা নির্বাচনে রীতিমতো ধরাশায়ী বিরোধীরা।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌমিতা




 

 rajesh pande