
কলকাতা, ১৪ নভেম্বর, (হি.স.): বিহার বিধানসভার ভোটের ফলাফলে কার্যত নিশ্চিহ্ণ হয়ে গেছে বিরোধী জোট ‘ইন্ডিয়া’। এক কথায় বলতে গেলে - জেডিইউ জোটের জয়জয়কার। এই ফলাফল নিয়ে শুক্রবার পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বিজেপিকে শুভেচ্ছাবার্তা দিয়েছেন। কিন্তু তার পাশাপাশি বাংলা নিয়ে বেশি বাড়াবাড়ি না করার বার্তাও দিয়েছেন।
বিমানবাবুর কথায়, ''বিহারে বিপুল ভোট হয়েছে। এবার সবথেকে বেশি ভোট হয়েছে। আমি অভিনন্দন জানাই। কিন্তু যারা এখন উল্লোসিত হয়ে পড়ছেন, বিহার দেখে বাংলার দিকে হাত বাড়াচ্ছেন, সেটা বাড়াবাড়ি করছেন।''
প্রসঙ্গত, রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিহারে এনডিএ-র জয়ে বড় কারণের মধ্যে প্রথমত, ‘ডবল ইঞ্জিন’ সরকার যে পরিমাণ জনকল্যাণ প্রকল্প মানুষের ঘরে ঘরে পৌঁছে দিয়েছে, তা ভোটবাক্সে বড় প্রভাব ফেলেছে। দ্বিতীয়ত, নিরাপত্তা ও শান্তির ‘গ্যারান্টার’ হিসেবে নীতীশ কুমারের গ্রহণযোগ্যতা এখনও অব্যাহত - এই ভাবমূর্তিই তাঁকে এনডিএ শিবিরে অন্যতম মুখ করে রেখেছে। তৃতীয়ত, মহিলা ভোটারদের একতরফাভাবে এবারও এনডিএ-র পক্ষেই গেছে।
---------------
হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত