
কলকাতা, ১৪ নভেম্বর (হি.স.): “অঙ্গ-বঙ্গ-কলিঙ্গ। বাংলা-বিহার-ওড়িশা। কলিঙ্গ মানে ওড়িশা হয়ে গিয়েছে। অঙ্গ বিহারও হল। এবার পালা বাংলার। বাংলার মানুষ নিশ্চয়ই সঠিক সিদ্ধান্ত নেবেন। বিহারের মতো বাংলার মানুষও জঙ্গলরাজ থেকে মুক্তি পেতে চান।” বিহার জয়ের পরই এভাবে ‘মিশন বেঙ্গলে’র ঘোষণা করেন বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি সুকান্ত মজুমদার।
এর পর সুকান্তবাবু দুটি ছবি-সহ এক্সহ্যান্ডলে বার্তা দেন। ছবিদুটির একটি জনসভায় বক্তৃতারত প্রধানমন্ত্রী মোদী। অপরটি জনসভায় ভিড়ের ছবি।
সুকান্তবাবু লেখেন, প্রধানমন্ত্রী শ্রীনরেন্দ্র মোদীজী'র দূরদর্শী নেতৃত্বে, মুখ্যমন্ত্রী শ্রী নিতিশ কুমারজী'র সুশাসন, বিজেপির জাতীয় সভাপতি শ্রী জেপি নড্ডাজী'র নির্দেশনা এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহজী'র নির্ণায়ক নেতৃত্বে - বিহারের জনগণের অগাধ আশীর্বাদের সাথে - এনডিএ বিহারে একটি ঐতিহাসিক বিজয়ের দিকে এগিয়ে চলেছে! এই অসাধারণ সাফল্যের জন্য সমগ্র এনডিএ পরিবার, বিহার বিজেপি- কর্মী, ধর্মেন্দ্র প্রধানজী', বিনোদ ত্বদেজী' এবং সমগ্র রাজ্য নেতৃত্বকে আন্তরিক অভিনন্দন।”
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত