পাল্টা অঙ্ক কষে তৃণমূল সাংসদ কল্যাণের খোঁচা বাংলার ভোট নিয়ে
কলকাতা, ১৪ নভেম্বর, (হি.স.): গেরুয়া উৎসবের মাঝেই পাল্টা অঙ্ক কষে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের খোঁচা— “সেগুড়ে তো বালি! বিজেপির আনন্দ করার কিছু নেই। যে অঙ্কে বিহারে বিজেপি জিতেছে, সেই অঙ্কে বাংলায় তৃণমূলও জিতবে।” শুভেন্দু অধিকারীর নাম না ক
কল্যাণ ব্যানার্জি (ফাইল ফটো)


কলকাতা, ১৪ নভেম্বর, (হি.স.): গেরুয়া উৎসবের মাঝেই পাল্টা অঙ্ক কষে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের খোঁচা—

“সেগুড়ে তো বালি! বিজেপির আনন্দ করার কিছু নেই। যে অঙ্কে বিহারে বিজেপি জিতেছে, সেই অঙ্কে বাংলায় তৃণমূলও জিতবে।”

শুভেন্দু অধিকারীর নাম না করে কল্যাণবাবুর আরও তির, “কাঁথির নেতা পরের বার আর জিততে পারবে না।” কল্যাণবাবু বলেন, “বিহারে কী হয়েছে? যাঁরা সরকারে ছিল তাঁরাই ফিরেছেন। কোনও প্রতিষ্ঠানবিরোধী প্রবণতা ছিল না। বাংলাতেও তাই— মমতা বন্দ্যোপাধ্যায় আছে, এবং ফিরেও আসবে।”

তিনি যোগ করেন—“বিহারে বিজেপি-নীতীশ দু’পক্ষের সংগঠনই মজবুত। বাংলায় তৃণমূলের সংগঠন দুর্দান্ত, বিজেপির খুবই দুর্বল। বামেরা কোথাও নেই। অঙ্ক ধরলে বিজেপির খুশি হওয়ার মতো কিছু নেই।”

তৃণমূলের বর্ষীয়ান সাংসদ-আইনজীবী টেনে এনেছেন এসআইআর এর প্রসঙ্গও। তিনি বলেন, “বিহারে এসআইআর ছিল না। বাংলায় যেভাবে এসআইআর করে বিজেপি বাঙাল আর মতুয়াদের মধ্যে আতঙ্কের বাতাবরণ তৈরি করেছে, সেই অঙ্কেই তো ওরা পিছিয়ে যাচ্ছে।”

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande