
কলকাতা, ১৪ নভেম্বর (হি.স.): কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সর্বত্রই শীতের আমেজ, কনকনে না হলেও ঠান্ডা বেশ ভালোই মালুম হচ্ছে। আরও ২-৩ দিন একই রকম পরিস্থিতি থাকবে। তিনদিন পর আগামী সপ্তাহের শুরুতে সামান্য বাড়তে পারে তাপমাত্রা। আপাতত কলকাতায় ১৭-১৮ ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকবে তাপমাত্রার পারদ। পশ্চিমের জেলায় ১৩ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকবে তাপমাত্রা।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, অবাধে ঢুকছে পশ্চিমের শীতল হাওয়া। কোনও পশ্চিমী ঝঞ্ঝার বাধা নেই। শীতল পশ্চিমী হাওয়ায় রাজ্যের তাপমান নেমেছে অনেকটাই। শনিবার পর্যন্ত এরকমই থাকবে আবহাওয়া। রবিবার থেকে সামান্য বাড়তে পারে তাপমাত্রা। সকালের দিকে সামান্য কুয়াশা থাকবে। উপকূলের জেলা এবং উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় কুয়াশার সম্ভাবনা বেশি রয়েছে। শুক্রবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩.২ ডিগ্রি কম।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা