
কলকাতা, ১৪ নভেম্বর, (হি.স.): মালদা বিভাগের সুজনীপাড়া এবং জঙ্গিপুর রোড স্টেশনের মধ্যে আপ লাইনে ট্র্যাক রক্ষণাবেক্ষণের জন্য তিনটি ট্রেনের সূচী কিছুদিনের জন্য পুনর্নির্ধারণ করা হবে।
এগুলোর মধ্যে আছে ৫৩০৫৩ কাটোয়া - নিমতিতা প্যাসেঞ্জার। ১৭.১১.২০২৫, ২০.১১.২০২৫, ২৪.১১.২০২৫, ২৭.১১.২০২৫, ০১.১২.২০২৫, ০৪.১২.২০২৫ এবং ০৮.১২.২০২৫ তারিখে এটির সূচী ৯০ মিনিট বদলাবে। ওই দিনগুলোয় ৫৩০২৭ আজিমগঞ্জ - মালদা টাউন প্যাসেঞ্জারের সূচী বদলাবে ৩০ মিনিট করে।
এছাড়া ৫৩০৫৩ কাটোয়া - নিমতিতা প্যাসেঞ্জারের সূচী ১৫.১১.২০২৫, ২২.১১.২০২৫, ২৯.১১.২০২৫ এবং ০৬.১২.২০২৫ তারিখে ৩০ মিনিট পুনর্নির্ধারণ করা হবে। রেলের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত