
কলকাতা, ১৪ নভেম্বর, (হি.স.): রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামী সোমবার, ১৭ই রাতে শিয়ালদা এবং বিধাননগর রোড স্টেশনের মধ্যে ট্রেন চলাচল ব্যাহত হবে।
রেলের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ০১ নম্বর সেতুর ০৫ নম্বর লাইনে (১৭.১১.২০২৫ তারিখের ২৩:৪৫ ঘন্টা থেকে ১৮.১১.২০২৫ তারিখের ০৩:৩০ ঘন্টা পর্যন্ত) ২২৫ মিনিট যানজট এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার পরিকল্পনা করা হয়েছে। ফলে ট্রেন চলাচলের ক্ষেত্রে নিম্নলিখিত ব্যবস্থা করা হয়েছে:
১৭.১১.২০২৫ তারিখে ট্রেন বাতিল: ৩২২৪৯ শিয়ালদা – ডানকুনি লোকাল, ৩২২৫২ ডানকুনি – শিয়ালদা লোকাল, ৩১৪৪৭ শিয়ালদা – নৈহাটি লোকাল, ৩১৪৫০ নৈহাটি – শিয়ালদা লোকাল।
সংক্ষিপ্ত সমাপ্তি হবে এই ট্রেনগুলোর: ৩১৫৪২ শান্তিপুর – শিয়ালদা লোকাল ১৭.১১.২০২৫ তারিখে ব্যারাকপুর পর্যন্ত চলবে। ৩১৫১১ শিয়ালদা – শান্তিপুর লোকাল ১৮.১১.২০২৫ তারিখে শিয়ালদার বদলে ছাড়বে ব্যারাকপুর থেকে। এছাড়া, ৫৩১৭১ শিয়ালদা – লালগোলা প্যাসেঞ্জার ১৮.১১.২০২৫ তারিখে
শিয়ালদা থেকে ভোর ০৩:৪৫ এর বদলে ছাড়বে ০৪:১৫ টায়।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত