
কলকাতা, ১৪ নভেম্বর (হি.স.): বিধান নগর দক্ষিণ থানা এলাকার সুকান্তনগরে এক ব্যক্তির অস্বাভাবিক মৃত্যু হয়েছে। মৃতের নাম পাঁচু মণ্ডল। বৃহস্পতিবার রাতের ঘটনা। ঘটনাটি ঘটেছে সুকান্তনগর ডাবলু ব্লকে।
স্থানীয় সূত্রের খবর, পেশায় মাছের ব্যবসায়ী পাঁচুর বাড়ি সুকান্তনগরের একটি আবাসনে। সেখানে বৃহস্পতিবার রাতে আচমকা ভারী কিছু পড়ার শব্দ হয়। স্থানীয়েরা ছুটে গিয়ে দেখে, ওই ব্যক্তি নীচে পড়ে আছে। রক্তাক্ত অবস্থায় ছটফট করছে। গুরুতর জখম অবস্থায় দ্রুত তাকে উদ্ধার করে বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। দেহ ময়না তদন্তে পাঠানো হয়েছে। ঘটনার তদন্তে নেমেছে বিধান নগর দক্ষিণ থানার পুলিশ। তবে, পুলিশ জানতে পেরেছে ছাদের উপরে স্বামী ও স্ত্রী মদ্যপান করছিল, সেই সময়ই ঘটনাটি ঘটে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ