
কলকাতা, ১৪ নভেম্বর, (হি.স.): আর জি কর মামলার শুনানিতে সিবিআইকে ‘নির্লজ্জ’ বলে তোপ দাগলেন নির্যাতিতার মা। তা শুনেই আদালত কক্ষের বাইরে কাঁদতে কাঁদতে বেরিয়ে এসে সিবিআইয়ের তদন্তকারী অফিসার বললেন, ”আমিও তো মা।” শুক্রবার শিয়ালদহ আদালতে আর জি কর মামলার শুনানি ছিল। সেই মামলার শুনানিতেই ঘটনার সাক্ষী থাকেন আইনজীবীরা।
কলকাতা হাই কোর্টের নির্দেশে আর জি কর মামলার তদন্ত করছে সিবিআই। এই মামলার শুনানিতে একাধিকবার প্রশ্নের মুখে পড়তে হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে। এমনকী সিবিআই তদন্ত নিয়ে সরাসরি প্রশ্ন তুলেছেন নির্যাতিতার পরিবার।
এদিনও শিয়ালদহ আদালতে সিবিআইয়ের তদন্ত প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলেন নির্যাতিতার পরিবার। নির্যাতিতার বাবা বিচারককে জানান, ”সিবিআই অপরাধীকে বাঁচানোর জন্য যা করার তাই করছে। ওরা বড় তদন্তকারী সংস্থা।” এমনকী সিবিআইয়ের তদন্তকারী অফিসার তাঁর ফোন ধরেন না বলেও আদালতে অভিযোগ করেন।
বিচারকের কাছে নির্যাতিতার বাবার অভিযোগ, ”দিল্লিতে গিয়েছিলাম, শীর্ষ আধিকারিকদের সঙ্গে কথা বলার পর তদন্তকারী আধিকারিক মামলা ছেড়ে দেওয়ার কথা বলেন। আদালতে সে কথা জানাতেই অতিরিক্ত চার্জশিট জমা দেওয়া হবে বলে জানায় সিবিআই।”
ঘটনার দিন গুরুত্বপূর্ণ কিছু পাওয়া গিয়েছিল কিনা তা নির্যাতিতার পরিবারের কাছে জানতে চান বিচারক। যদিও তা গোপন জবানবন্দি দিয়ে জানাতে চান বলে এদিন আদালতকে জানান অভয়ার মা।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত