বুথ ফেরত সমীক্ষার থেকেও ভালো হবে ফল : বিজয় সিনহা
পাটনা, ১৪ নভেম্বর (হি.স.): বুথ ফেরত সমীক্ষার থেকেও ভালো হবে বিহার বিধানসভা নির্বাচনের ফলাফল। এমনটাই দাবি করলেন বিহারের উপ-মুখ্যমন্ত্রী তথা লখিসরাই আসনের বিজেপি প্রার্থী বিজয় কুমার সিনহা। শুক্রবার সকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজয় সিনহা বলেন, যা
বিজয় সিনহা


পাটনা, ১৪ নভেম্বর (হি.স.): বুথ ফেরত সমীক্ষার থেকেও ভালো হবে বিহার বিধানসভা নির্বাচনের ফলাফল। এমনটাই দাবি করলেন বিহারের উপ-মুখ্যমন্ত্রী তথা লখিসরাই আসনের বিজেপি প্রার্থী বিজয় কুমার সিনহা। শুক্রবার সকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজয় সিনহা বলেন, যা প্রত্যাশিত ছিল তা এখন ফলাফলে পরিণত হচ্ছে। মোদী এবং নীতিশ কুমারের উপর বিহারের মানুষ যে আস্থা রেখেছেন তা দেশকে একটি নতুন দিকনির্দেশনা দেবে। আপ্পু এবং পাপ্পু চিন্তা না করেই উন্মাদনার পরিবেশ ছড়িয়ে দিয়েছেন, তাই কেউ তাঁদের কথা গুরুত্বের সঙ্গে নেয় না। আমাদের ফলাফল এক্সিট পোলের চেয়ে ভালো হবে।

এখনও পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী, বিহারে ১৯টি আসনে এগিয়ে রয়েছে এনডিএ। এর মধ্যে বিজেপি ১১টি আসনে এগিয়ে, জেডিইউ ৫টি আসনে, এলজেপি (আরভি) ৩টি আসনে এগিয়ে রয়েছে। অন্যদিকে, বিরোধীদের মহাজোট এগিয়ে রয়েছে ৪টি আসনে। কংগ্রেস ও আরজেডি দু'টি করে আসনে এগিয়ে রয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌমিতা




 

 rajesh pande