
কলকাতা, ১৪ নভেম্বর (হি. স.) : হাঁটলেই যে শরীর ভালো থাকে - কে না জানে সেকথা। তবুও তা স্মরণ করিয়ে দিতে রাজপথে আমজনতার পাশে উৎসাহিত করতে অভিনব উদ্যোগ। ডায়াবেটিস প্রতিরোধ এবং নিয়ন্ত্রণে জনসচেতনতা বাড়াতে ও বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে শুক্রবার সকালে বিশেষ সচেতনতামূলক হাঁটা অভিযান বা ওয়াকথনের আয়োজন করে হাওড়া টাউন ডায়াবেটিস স্টাডি সোসাইটি। হাওড়ার আন্দুল রোডের এক বেসরকারি হাসপাতালের সামনে থেকে ওই পদযাত্রা এলাকার বিভিন্ন রাস্তা পরিক্রমা করে। বহু সাধারণ মানুষ, স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবক এই পদযাত্রায় অংশগ্রহণ করেন।
পথচলতি জনতা ও সামিল হয়েছেন। এদিনের পদযাত্রাতে চলার পথেই অংশগ্রহণকারীরা ডায়াবেটিসের ঝুঁকি, প্রতিরোধ এবং নিয়মিত স্বাস্থ্যপরীক্ষা জন্যে উপদেশ ও প্রয়োজনীয়তার বার্তা ছড়িয়ে দেন। চিকিৎসকরা জানান, ডায়াবেটিস রোধে নিয়মিত হাঁটা, ব্যায়াম এবং সঠিক খাদ্যের অভ্যাস অত্যন্ত জরুরি ও গুরুত্বপূর্ণ বিষয়।
পদযাত্রার উদ্বোধন করেন হাওড়া জেলার মুখ্য সরকারী আইনজীবী সোমনাথ ব্যানার্জীবলেন, বর্তমান প্রজন্ম ফাস্ট ফুড ও অনিয়মিত জীবনযাপনের কারণে খুব দ্রুত ডায়াবেটিস রোগে আক্রান্ত হচ্ছে। তাই এ ব্যাপারে মানুষের মধ্যেই সচেতনতা দরকার।
পদযাত্রায় ডায়াবেটিস স্টাডি সোসাইটির সামাজিক সম্পাদিকা জয়তী ভট্টাচার্য, শিল্পী মল্লার ঘোষ, বিশিষ্ট চিকিৎসক এন্ডোক্রিনোলজিস্ট ডা. সঞ্জয় শাহ, ডায়াবেটিস বিশেষজ্ঞ ডা. গুরুপ্রসাদ ভট্টাচার্য, মেডিসিন বিশেষজ্ঞ ডা. মৃদুল বেরা প্রমুখ উপস্থিত ছিলেন।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত