ভিআইপি রোডে ট্রাকে ধাক্কা স্কুটারের, মৃত্যু মহিলার
কলকাতা, ১৪ নভেম্বর (হি.স.): ভিআইপি রোডে বৃহস্পতিবার গভীর রাতে দুর্ঘটনায় মৃত্যু হলো এক মহিলার। মৃতার নাম পূজা মণ্ডল। পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে ভিআইপি রোডের কৈখালির কাছে দুর্ঘটনাটি ঘটে। বিমানবন্দর অভিমুখে যাচ্ছিল ১০ চাকার একটি ট্রাক।
ভিআইপি রোডে ট্রাকে ধাক্কা স্কুটারের, মৃত্যু মহিলার


কলকাতা, ১৪ নভেম্বর (হি.স.): ভিআইপি রোডে বৃহস্পতিবার গভীর রাতে দুর্ঘটনায় মৃত্যু হলো এক মহিলার। মৃতার নাম পূজা মণ্ডল। পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে ভিআইপি রোডের কৈখালির কাছে দুর্ঘটনাটি ঘটে। বিমানবন্দর অভিমুখে যাচ্ছিল ১০ চাকার একটি ট্রাক। কৈখালির কাছে গতি নিয়ন্ত্রণের জন্য বসানো ছিল গার্ডরেল। সেই সময়ে হলদিরামের দিক থেকে একটি স্কুটার কৈখালির দিকে যাচ্ছিল। তাতে ছিলেন পূজা, তাঁর স্বামী ও সন্তান। পূজা পিছনে বসেছিলেন।

স্কুটারটি নিয়ন্ত্রণ হারিয়ে ওই ট্রাকে ধাক্কা মারে। সন্তান-সহ বাবা ছিটকে এক দিকে পড়েন, কিন্তু পূজা ওই ট্রাকের নীচে পড়ে যান। দুর্ঘটনার পরে হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। ওই মহিলার বাড়ি হাতিয়াড়ায়। তাঁর স্বামী ও সন্তান সুস্থ রয়েছেন বলে জানা গেছে। ট্রাক এবং তার চালককে আটক করা হয়েছে। প্রাথমিক ভাবে অনুমান, ওই স্কুটারের চাকা পিছলে যাওয়ায় নিয়ন্ত্রণ হারিয়েছিল স্কুটারটি।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande