কলকাতা পুলিশের ছাড়পত্র না মেলায় একটু পেছল মেট্রোপথের অসম্পূর্ণ কাজ
কলকাতা, ১৪ নভেম্বর (হি.স.): কথা থাকলেও চলতি সপ্তাহে শুরু হচ্ছে না নিউ গড়িয়া-বিমানবন্দর মেট্রোপথের চিংড়িঘাটায় অসম্পূর্ণ অংশ জোড়ার কাজ। কলকাতা পুলিশের ট্রাফিকের ছাড়পত্র না মেলায় সেই কাজ শুরু করা যাচ্ছে না বলে জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। তবে আগামী সপ
কলকাতা পুলিশের ছাড়পত্র না মেলায় একটু পেছল মেট্রোপথের অসম্পূর্ণ কাজ


কলকাতা, ১৪ নভেম্বর (হি.স.): কথা থাকলেও চলতি সপ্তাহে শুরু হচ্ছে না নিউ গড়িয়া-বিমানবন্দর মেট্রোপথের চিংড়িঘাটায় অসম্পূর্ণ অংশ জোড়ার কাজ। কলকাতা পুলিশের ট্রাফিকের ছাড়পত্র না মেলায় সেই কাজ শুরু করা যাচ্ছে না বলে জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ।

তবে আগামী সপ্তাহ থেকে এই কাজ হবে বলে আশা প্রকাশ করেছে মেট্রো। কলকাতা মেট্রোর অরেঞ্জ লাইনের (নিউ গড়িয়া থেকে কলকাতা বিমানবন্দর) কাজের জন্য পরপর দু’টি সপ্তাহান্তে (১৪ থেকে ১৬ নভেম্বর এবং ২১ থেকে ২৩ নভেম্বর) চিংড়িঘাটায় ট্রাফিক ব্লক থাকার কথা ছিল।

সূত্রের খবর, ইডেনে ভারত-দক্ষিণ আফ্রিকার প্রথম টেস্টে নিরাপত্তা এবং দিল্লি বিস্ফোরণের পরে সুরক্ষা ব্যবস্থা আরও জোরদার করা হওয়ায় দু’দফায় ট্রাফিক ব্লক এই সপ্তাহে দেওয়া হচ্ছে না। পরিবর্তে টানা ছ’দিন রাতে চিংড়িঘাটায় যান চলাচল নিয়ন্ত্রণ করে মেট্রোর কাজ করে নেওয়ার পক্ষে সওয়াল করেছে কলকাতা ট্রাফিক পুলিশ।

মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক এসএস কন্নান জানান, ”কাজ নিয়ে কলকাতা পুলিশের থেকে এখনও ছাড়পত্র (নো অবজেকশন সার্টিফিকেট বা এনওসি) মেলেনি। আশা করা হচ্ছে, আগামী সপ্তাহেই মিলবে সেই ছাড়পত্র।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande