বিশ্বকাপ বাছাই: বিশ্বকাপে ফ্রান্স, ইতালির জয়ে অপেক্ষা বাড়ল হলান্ডদের
প্যারিস, ১৪ নভেম্বর(হি.স.): প্যারিসে বৃহস্পতিবার রাতে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচটি ৪-০ গোলে জিতেছে ফ্রান্স। সবকটি গোলই হয়েছে দ্বিতীয়ার্ধে। জোড়া গোল করেছেন কিলিয়ান এমবাপে, আর মাইকেল ওলিসে ও উগো একিটিকে একটি করে।দিনের আরেক ম্যাচে মলদোভার মাঠে দুই গোল
বিশ্বকাপ বাছাই: বিশ্বকাপে ফ্রান্স, ইতালির জয়ে অপেক্ষা বাড়ল হলান্ডদের


প্যারিস, ১৪ নভেম্বর(হি.স.): প্যারিসে বৃহস্পতিবার রাতে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচটি ৪-০ গোলে জিতেছে ফ্রান্স। সবকটি গোলই হয়েছে দ্বিতীয়ার্ধে। জোড়া গোল করেছেন কিলিয়ান এমবাপে, আর মাইকেল ওলিসে ও উগো একিটিকে একটি করে।দিনের আরেক ম্যাচে মলদোভার মাঠে দুই গোলে ২-০ ব্যবধানে জিতে কিছুটা আশা বাঁচিয়ে রেখেছে ইতালি। ৮৮ মিনিটে জানলুকা মানচিনি দলকে এগিয়ে নেওয়ার পর যোগ করা সময়ে ব্যবধান বাড়ান এসপোসিতো। এই ম্যাচ জেতা সত্ত্বেও দুই বিশ্বকাপে খেলতে না পারা ইতালির সরাসরি ২০২৬ আসরে খেলার সম্ভাবনা নেই বললেই চলে।

‘আই’ গ্রুপে দিনের প্রথম ম্যাচে এস্তোনিয়াকে ৪-১ গোলে উড়িয়ে দেওয়া নরওয়ে সাত ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে। সমান ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে দুইয়ে ইতালি। আগামী রবিবার মুখোমুখি হবে এই দুই দল। সেখানে শুধু জিতলেই হবে না ইতালির, নরওয়ের (২৯) সঙ্গে ১৭ গোলের ব্যবধানও ঘোচাতে হবে তাদের (১২), যা প্রায় অসম্ভব।।

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande