
আগরতলা, ১৪ নভেম্বর (হি.স.): দেশের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরুর জন্মজয়ন্তী শুক্রবার আগরতলায় কংগ্রেস ভবনে যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়। সকালে জাতীয় পতাকা উত্তোলন করেন বিধায়ক গোপাল চন্দ্র রায় এবং দলীয় পতাকা উত্তোলন করেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি আশীষ কুমার সাহা। পাশাপাশি বিভিন্ন শাখা সংগঠনের নেতৃবৃন্দও নিজেদের পতাকা উত্তোলন করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক সুদীপ রায় বর্মণ সহ প্রদেশ কংগ্রেসের অন্যান্য নেতৃত্ব। পতাকা উত্তোলনের পর পণ্ডিত নেহেরুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন নেতা-কর্মীরা। পরে দলীয় কর্মীরা গান্ধীঘাটে অবস্থিত জওহরলাল নেহেরুর শহীদ বেদীতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।
সংবাদ মাধ্যমে প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা বলেন, “১৪ নভেম্বর পণ্ডিত জওহরলাল নেহেরুর জন্মদিন। তিনি ছিলেন ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম সেনানী, দূরদৃষ্টিসম্পন্ন রাষ্ট্রনায়ক এবং স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী। তাঁর জন্মদিন দেশজুড়ে শিশু দিবস হিসেবেও উদযাপিত হয়।”
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ