
আগরতলা, ১৪ নভেম্বর (হি.স.) : দেশের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরুর জন্মদিন উপলক্ষে সারা দেশের সঙ্গে ত্রিপুরাতেও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হল শিশু দিবস। শুক্রবার আগরতলা মেলারমাঠস্থিগ শিশু অধিকার সুরক্ষা কমিশনের কার্যালয়ে এই বিশেষ দিনকে কেন্দ্র করে আয়োজিত হয় বসে আঁকো প্রতিযোগিতা।
এদিনের প্রতিযোগিতায় শহরের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় চার শতাধিক শিশু অংশগ্রহণ করে। তিনটি পৃথক বিভাগে অনুষ্ঠিত এই প্রতিযোগিতা ঘিরে ছোটদের মধ্যে দেখা যায় দারুণ উৎসাহ ও উচ্ছ্বাস। কেক কেটে শিশু দিবসের কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন শিশু অধিকার সুরক্ষা কমিশনের চেয়ারম্যান জয়ন্তী দেববর্মা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দফতরের অধিকর্তা তপন দাসসহ কমিশনের অন্যান্য সদস্যরা। শিশু দিবস উপলক্ষে আয়োজিত এই কর্মসূচি শিশুদের সৃষ্টিশীলতা ও আনন্দের রঙে রঙিন হয়ে ওঠে।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ