
কলকাতা, ১৪ নভেম্বর (হি.স.): ভারতীয় প্রাণীবিজ্ঞান সর্বেক্ষণ বা জেডএসআই-এর বিজ্ঞানীরা ভারতের পূর্বঘাট পর্বতমালা অঞ্চলে একটি নতুন টিকটিকির প্রজাতি আবিষ্কার ও বর্ণনা করেছেন। এই আবিষ্কার অঞ্চলের পরিচিত জীববৈচিত্র্যের তালিকাকে আরও সমৃদ্ধ করে তুলেছে। শুক্রবার এই বিষয়ে জানিয়েছে ভারত সরকারের প্রেস ইনফরমেশন ব্যুরো (পিআইবি)।
পিআইবি-র তরফে জানানো হয়েছে, নতুন আবিষ্কৃত এই প্রজাতিটি হেমিফিলোড্যাকটাইলাস বর্গভুক্ত। এটি অন্ধ্রপ্রদেশের শেশাচলম বায়োস্ফিয়ার রিজার্ভের তিরুমালা পর্বতশ্রেণীতে পাওয়া গেছে। এই প্রজাতিটির বৈজ্ঞানিক নামকরণ করা হয়েছে হেমিফিলোড্যাকটাইলাস ভেঙ্কটাদ্রি স্পি নোভা। নামটি এসেছে তিরুমালার পবিত্র ভেঙ্কটাদ্রি পাহাড় থেকে। ভেঙ্কটাদ্রি শব্দটি সংস্কৃত ভেঙ্কট (অর্থাৎ পাপহর্তা) এবং অদ্রি (অর্থাৎ পর্বত) শব্দের সন্ধি।
গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক তথ্য-
এই আবিষ্কারটি আন্তর্জাতিক প্রকাশনী হেরপেটোজোয়া ভলিউম ৩৮ ২০২৫ এ প্রকাশিত হয়েছে। গবেষণা দলে ছিলেন জেডএসআই-এর ফ্রেশওয়াটার বায়োলজি স্থানীয় কেন্দ্র হায়দরাবাদ, সরীসৃপ বিভাগ কলকাতা এবং ফকির মোহন বিশ্ববিদ্যালয় ওড়িশার গবেষকরা।
আণবিক বিশ্লেষণে দেখা গেছে নতুন প্রজাতিটির জিনগত গঠন ভারতের উপদ্বীপীয় অঞ্চলের নিকটাত্মীয় প্রজাতি এইচ জ্ঞান এইচ নীলগিরিয়েন্সিস এবং এইচ পেনিনসুলারিস থেকে ৯.৭ থেকে ১২.৯ শতাংশ ভিন্ন।
ভেঙ্কটাদ্রি স্লেন্ডার গেকোর প্রধান বৈশিষ্ট্য-
বারো থেকে ১৬-টি থুৎনির আঁশ
ছয় থেকে আটটি প্রিক্লোয়াকাল পোর এবং পাঁচ থেকে সাতটি ফিমোরাল পোর
দুই পায়ে ২ ২ ২ ২ লামেলার প্যাটার্ন
৮৮১ মিটার উচ্চতায় চন্দন গাছের ছালের নীচে এদের পাওয়া গেছে
অপেক্ষাকৃত অপরীক্ষিত জীববৈচিত্র্য অঞ্চল এটি অন্ধ্রপ্রদেশে হেমিফিলোড্যাকটাইলাস বর্গের মাত্র দ্বিতীয় প্রজাতি। প্রথমটি এইচ আরাকুয়েন্সিস।
জেডএসআই-এর পরিচালক ডঃ ধৃতি বন্দ্যোপাধ্যায় গবেষক দলকে অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন যে ভেঙ্কটাদ্রি স্লেন্ডার গেকোর মতো নতুন আবিষ্কার ইস্টার্ন ঘাট অঞ্চলে ধারাবাহিক অনুসন্ধান এবং আণবিক গবেষণা চালিয়ে যাওয়ার গুরুত্ব আবার তুলে ধরছে। ভারতের সবচেয়ে কম অনুসন্ধান হওয়া জীবভৌগোলিক অঞ্চলগুলির মধ্যে এটি অন্যতম, কিন্তু এখান থেকেই ক্রমাগত নতুন সরীসৃপ প্রজাতির সন্ধান পাওয়া যাচ্ছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ