আগরতলা রেল স্টেশন থেকে গাঁজাসহ বিহারের যুবক আটক
আগরতলা, ১৪ নভেম্বর (হি.স.) : আগরতলা রেলওয়ে স্টেশন থেকে গাঁজা পাচারের অভিযোগে বিহারের বাসিন্দা সিকান্দার কুমার নামে এক যুবককে আটক করল রেলওয়ে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্তের কাছ থেকে ২.৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। রেলওয়ে পুলিশের কর্মকর্ত
ত্রিপুরা পুলিশ


আগরতলা, ১৪ নভেম্বর (হি.স.) : আগরতলা রেলওয়ে স্টেশন থেকে গাঁজা পাচারের অভিযোগে বিহারের বাসিন্দা সিকান্দার কুমার নামে এক যুবককে আটক করল রেলওয়ে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্তের কাছ থেকে ২.৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।

রেলওয়ে পুলিশের কর্মকর্তারা জানান, সিকান্দার কুমারকে শুক্রবার আদালতে হাজির করে রিমান্ডের আবেদন জানানো হবে। তার বিরুদ্ধে গাঁজা পাচার চক্রের সক্রিয় সদস্য হওয়ার অভিযোগ উঠেছে। তদন্তকারীরা জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে পাচারকারীদের নেটওয়ার্ক সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে বলে জানা গেছে।

পুলিশের একটি সূত্র আরও জানায়, এই চক্রের সঙ্গে জড়িত অন্যান্য সদস্যদের খুঁজে বের করতে তদন্ত জোরদার করা হয়েছে। পাচার নেটওয়ার্কের যোগসূত্র চিহ্নিত করতে অভিযুক্তকে আরও জিজ্ঞাসাবাদ চলছে। রেলওয়ে স্টেশন এলাকায় মাদক পাচার রোধে নজরদারি বাড়ানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande