
উদয়পুর (ত্রিপুরা), ১৪ নভেম্বর (হি.স.) : উদয়পুর শহরে মদ্যপ অবস্থায় গাড়ি চালানো ও হেলমেটবিহীন বাইক চালকদের বিরুদ্ধে পথে নামে গোমতী জেলা পুলিশ। বৃহস্পতিবার রাতে কেনেল চৌমুহনি ও রাজারবাগ এলাকায় জাতীয় সড়কজুড়ে এই বিশেষ অভিযান পরিচালনা করেন গোমতী জেলার পুলিশ সুপার ডাঃ কিরণ কুমার কে।
তাঁর সাথে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ডি আর জয়সিং, মহকুমা পুলিশ আধিকারিক দেবাঞ্জলি রায়, ট্রাফিক ডিএসপি অভিজিৎ দাস, রাধাকিশোরপুর থানার ওসি সঞ্জীব লস্কর সহ বিপুল সংখ্যক পুলিশ ও টিএসআর জওয়ান।
অভিযানের সময় মদ্যপ চালকদের ব্রেথ অ্যানালাইজার টেস্ট করা হয়। পুলিশের তথ্য অনুযায়ী, মোট ২০ জন চালকের শরীরে অ্যালকোহলের উপস্থিতি পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
পুলিশ সুপার ডাঃ কিরণ কুমার কে জানান, বর্তমান পরিস্থিতিতে পুরো গোমতী জেলায় হাই অ্যালার্ট জারি রয়েছে। ১৩ নভেম্বর বিএসএফ, সিআরপিএফ, আইবি, এসবি-সহ বিভিন্ন কেন্দ্রীয় সংস্থার সঙ্গে আন্তঃবিভাগীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সীমান্তবর্তী এলাকাগুলিতে বিশেষ নজরদারি চলছে এবং জনবহুল এলাকায় চলছে তল্লাশি।
তিনি আরও জানান, নিয়মিত যানবাহনে তল্লাশির পাশাপাশি এই ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। মানুষের মধ্যে সচেতনতার অভাবই দুর্ঘটনার অন্যতম কারণ বলে মন্তব্য করেন তিনি। জেলা পুলিশের মতে, সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে এই উদ্যোগ অব্যাহত থাকবে।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ