শ্রীভূমির রাতাবাড়িতে সক্রিয় বুলেট সহ পিস্তল ও ৪৯ টাকার জাল নোট সমেত গ্রেফতার দুই
রাতাবাড়ি (অসম), ২ নভেম্বর (হি.স.) : শ্রীভূমি জেলার অন্তর্গত রাতাবাড়ি থানাধীন জালালাবাদ বাজার এলাকায় সক্রিয় বুলেট সহ পিস্তল এবং ৪৮ টাকার জাল নোট সমেত দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের নীলামবাজার থানার অন্তর্গত তালতলা গ্রামের বাসিন্দা
বুলেট সহ পিস্তল ও জাল নোট সমেত গ্রেফতার আবিদুর রহমান এবং আনোয়ার হোসেন


রাতাবাড়ি (অসম), ২ নভেম্বর (হি.স.) : শ্রীভূমি জেলার অন্তর্গত রাতাবাড়ি থানাধীন জালালাবাদ বাজার এলাকায় সক্রিয় বুলেট সহ পিস্তল এবং ৪৮ টাকার জাল নোট সমেত দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের নীলামবাজার থানার অন্তর্গত তালতলা গ্রামের বাসিন্দা আবিদুর রহমান (২৮) এবং আনোয়ার হোসেন (২৯) বলে পরিচয় পাওয়া গেছে।

আজ রবিবার শ্রীভূমি জেলা পুলিশের অফিশিয়াল এক্স হ্যান্ডলে এ খবর জানিয়ে বলা হয়েছে, নির্দিষ্ট গোপন তথ্যের ভিত্তিতে শনিবার গভীর রাতে জালালাবাদের ভুতুরপুল এলাকায় পরিচালিত অভিযানে সন্দেহজনক একটি বাইকের গতিরোধ করে তাতে তালাশি চালানো হয়। তালাশিতে একটি ৭.৬৫ এমএম পিস্তল, একটি সক্ৰিয় গুলি এবং বাইকের সিটের নীচ থেকে ৯৮টি জাল ৫০০ টাকার মোট ৪৯ হাজার টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। এর সঙ্গে গ্রেফতার করা হয়েছে আবিদুর রহমান এবং আনোয়ার হোসেনকে। বাজেয়াপ্ত করা হয়েছে অবৈধ কাজে ব্যবহৃত মটরবাইক।

পুলিশের প্রাথমিক তদন্তে ধারণা, ধৃত আবিদুর রহমান এবং আনোয়ার হোসেন জাল নোট এবং সীমান্ত এলাকায় অবৈধ অস্ত্র সরবরাহ নেটওয়ার্কের সঙ্গে জড়িত থাকতে পারে। পুলিশ তাদের জেরা করে জানতে চা্ইছে, অভিযুক্তরা জালালাবাদে জাল নোট হস্তান্তর করতে এসেছিল, নাকি কোনও উৎস থেকে এগুলি সংগ্রহ করেছিল। পুলিশের সূত্রটি বলেছেন, বিস্তৃত নেটওয়ার্ক খুঁজে বের করতে এবং এই চক্রের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করতে ধৃত দুজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande