
ডিব্রুগড় (অসম), ২ নভেম্বর (হি.স.) : ডিব্রুগড় জেলার অন্তর্গত টিংখঙে মটরবাইক এবং স্কুটির মুখোমুখি সংঘর্ষে দুই যুবকের মৃত্যু এবং দুজন গুরুভাবে আহত হয়েছেন। দুৰ্ঘটনায় নিহতকে এলাকারই সরোজিনী বড়লাইনের বাসিন্দা পাপু তাঁতি এবং ২ নম্বর সাপকাইট গ্রামের ধন সোনার বলে শনাক্ত করা হয়্ছে। এছাড়া আহত হয়েছেন জোন নায়ক এবং রোহিত নায়ক। আহত দুজনকে সংকটজনক অবস্থায় ডিব্ৰুগড়ে অবস্থিত অসম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে ভরতি করা হয়েছে।
আজ রবিবার ডিব্রুগড় জেলা পুলিশ সদর দফতর সূত্রে জানা গেছে, শনিবার গভীর রাতে টিংখঙের সরোজিনী এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে। সূত্রটি জানিয়েছে, দুরন্ত গতির এএস ০৬ ওয়াই ৯৯৫৮ একটি স্কুটির সঙ্গে এএস ০৬ এএম ৬২৩৮ নম্বরের পালসার বাইকের মুখোমুখি প্রচণ্ড সংঘর্ষ হয়। প্ৰচণ্ড সংঘৰ্ষে চার আরোহী বহু দূরে ছিটকে পড়েন। বাইক ও স্কুটি, দুটো টুকরো টুকরো হয়ে এদিক-ওদিকে গিয়ে পড়ে।
সূত্রের খবর, সংকীর্ণ রাস্তায় তীব্র গতিতে যাচ্ছিল দুটি বাইক। যার ফলে সংঘর্ষের ঘটনা ঘটেছে। স্থানীয় বাসিন্দারা দুর্ঘটনার সঙ্গে সঙ্গে নিকটবৰ্তী পুলিশকে খবর দেন। খবর পেয়ে অকুস্থলে যায় পুলিশ। প্রাথমিক ইনকুয়েস্টের পর দুটি মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস