
নৈনিতাল, ২ নভেম্বর (হি.স.) : উত্তরাখণ্ডের নৈনিতাল জেলার দোগাঁও এলাকার কাছে শনিবার গভীর রাতে এক দুর্ঘটনায় আমিও তো হয়েছেন দুইজন, আহত আরও ১৫। তাঁদের একটি স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।
নিহতদের নাম সোনু কুমার ও গৌরব বনশাল। আহতদের মধ্যে বেশ কয়েকজন শিশু রয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
রবিবার এক পুলিশ আধিকারিক জানান, দিল্লির বদরপুর ও হরিয়ানার রোহতক এলাকার পর্যটকরা কাইঞ্চি ধাম থেকে ফিরছিলেন। রাতে দোগাঁও এলাকার কাছে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। খবর পেয়ে পুলিশ ও উদ্ধারকারী দল উদ্ধার অভিযান শুরু করে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য