
মুজফ্ফরপুর, ২ নভেম্বর (হি.স.): আরজেডি-র তীব্র সমালোচনা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপি নেতা অমিত শাহ। তাঁর অভিযোগ, লালু-রাবড়ির শাসনকালে বিহারের পরিস্থিতির উল্লেখযোগ্য অবনতি ঘটে। রবিবার বিহারের মুজফ্ফরপুরের নির্বাচনী জনসভা থেকে অমিত শাহ বলেন, কোনও প্রার্থীকে বিধায়ক বা মন্ত্রী বানানোর জন্য ভোট দেওয়া উচিত নয়। বিহারকে 'জঙ্গলরাজ' থেকে বাঁচানোর জন্য ভোট দেওয়া উচিত। লালু-রাবড়ির ১৫ বছরের শাসনকালে বিহারের পরিস্থিতির উল্লেখযোগ্য অবনতি ঘটে। যদি মুজফফরপুরের মানুষ এনডিএকে ভোট দেওয়ার সিদ্ধান্ত নেন, তাহলে কেউ 'জঙ্গলরাজ' ফিরিয়ে আনতে পারবে না।
অমিত শাহ আরও বলেন, লালুজি এবং সোনিয়াজি দেশের কথা ভাবেন না। লালুজি নিজের ছেলেকে মুখ্যমন্ত্রী বানাতে চান এবং সোনিয়াজি তাঁর ছেলেকে প্রধানমন্ত্রী বানাতে চান। তাঁদের ইচ্ছা কখনওই পূরণ হবে না কারণ নীতীশ কুমার বিহারের মুখ্যমন্ত্রী এবং নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী। অমিত শাহ বলেছেন, যদি লালুর ছেলে আবার মুখ্যমন্ত্রী হন, তাহলে বিহারে তিনটি নতুন মন্ত্রক খোলা হবে। একটি হবে অপহরণ শিল্প পরিচালনাকারী মন্ত্রী, দ্বিতীয়টি হবে তোলাবাজি পরিচালনাকারী মন্ত্রী এবং তৃতীয়টি হবে অপহরণ ও খুনের প্রচারকারী মন্ত্রী। যদি আপনি নীতীশ কুমার এবং প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে সরকার গঠন করেন, তাহলে বন্যামুক্ত বিহারের জন্য একটি মন্ত্রক তৈরি করা হবে।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা