ক্যানিং-বারুইপুর রোডে দুর্ঘটনায় মৃত্যু সিভিক ভলান্টিয়ার-সহ দু'জনের
দক্ষিণ ২৪ পরগনা, ২ নভেম্বর (হি.স.): বাইক দুর্ঘটনায় মৃত্যু হলো ক্যানিং থানার এক সিভিক ভলান্টিয়ারের। নাম তাজউদ্দিন লস্কর। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে ক্যানিং-বারুইপুর রোডের ধলিরবাটি এলাকায়। মৃত্যু হয়েছে আরও একজনের। নাম শামসুদ্দিন শেখ। জানা গেছে, এই দ
ক্যানিং-বারুইপুর রোডে দুর্ঘটনায় মৃত্যু সিভিক ভলান্টিয়ার-সহ দু'জনের


দক্ষিণ ২৪ পরগনা, ২ নভেম্বর (হি.স.): বাইক দুর্ঘটনায় মৃত্যু হলো ক্যানিং থানার এক সিভিক ভলান্টিয়ারের। নাম তাজউদ্দিন লস্কর। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে ক্যানিং-বারুইপুর রোডের ধলিরবাটি এলাকায়। মৃত্যু হয়েছে আরও একজনের। নাম শামসুদ্দিন শেখ।

জানা গেছে, এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও একজন। শামসুল শেখ নামে ওই যুবক স্থানীয় এক বেসরকারি নার্সিংহোমে ভর্তি। তাজউদ্দিনের বাইক ধলিরবাটি মোড় থেকে ক্যানিংয়ের দিকে আসছিল। অন্য একটি বাইক এসে সজোরে ধাক্কা মারে। ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত ঘোষণা করা হয় দুজনকে।

শনিবার রাতে ক্যানিং থানার সিভিক ভলান্টিয়ার তাজউদ্দিন বাইক করে ধলীরবাটি মোড় থেকে ক্যানিংয়ের দিকে আসছিল। রাস্তাতেই আচমকা বেপরোয়া গতিতে একটা বাইক এসে তাজউদ্দিনকে ধাক্কা মারে। ধাক্কার তীব্রতা এতটাই বেশি ছিল যে এক্কেবারে ১০০ মিটার দূরে ছিটকে পড়েন তাজউদ্দিন। স্থানীয় বাসিন্দারাই তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যান। যদিও ততক্ষণে সব শেষ। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে দেন। খবর পেয়ে হাসপাতালে ছুটে আসে তাজউদ্দিনের পরিবারের লোকজন। ছুটে আসেন বন্ধুরাও। শোকের ছায়া পুলিশ মহলেও।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande