শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হবে এসআইআর, তৃণমূলকে কটাক্ষ করে মন্তব্য দিলীপের
কলকাতা, ২ নভেম্বর (হি.স.): ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী বা এসআইআর নিয়ে তৃণমূল কংগ্রেসকে ফের আক্রমণ করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তাঁর কথায়, রাজ্যে শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হবে এসআইআর। রবিবার সকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বলেন, আমরা
দিলীপ ঘোষ


কলকাতা, ২ নভেম্বর (হি.স.): ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী বা এসআইআর নিয়ে তৃণমূল কংগ্রেসকে ফের আক্রমণ করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তাঁর কথায়, রাজ্যে শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হবে এসআইআর। রবিবার সকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বলেন, আমরা বলছি, প্রায় ১.৫ কোটি বাংলাদেশি রোহিঙ্গা, অনুপ্রবেশকারীরা এখানে বাস করছে, তারা এখানকার ভোটার, যারা এখানকার নাগরিক নন তাদের নিশ্চিহ্ন করে দেওয়া হবে, এ কারণেই তৃণমূল ভীত। যদি এই ভোটারদের নিশ্চিহ্ন করে দেওয়া হয়, তাহলে তৃণমূলের জেতা কঠিন হবে, এ কারণেই এত নাটকীয়তা চলছে, বিএলও-কে ভয় দেখানো হচ্ছে, কিন্তু আমরা নিশ্চিত যে নির্বাচন কমিশন যেভাবে কাজ করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ, তাতে এসআইআর শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌমিতা




 

 rajesh pande