আগরতলায় মাদক কারবারের নীলনকশা ফাঁস, চার পাচারকারী গ্রেফতার
আগরতলা, ২ নভেম্বর (হি.স.) : রাজধানীর কলেজ লেক এলাকায় মাদক ব্যবসা ছড়িয়ে দেওয়ার নীলনকশা ফাঁস করেছে পূর্ব আগরতলা থানার পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে এমবিবি কলেজ লেক সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে স্থানীয় এক দোকানদার দীপ্তনু সাহাকে গ্রেফ
নেশা কারবারি গ্রেফতার


আগরতলা, ২ নভেম্বর (হি.স.) : রাজধানীর কলেজ লেক এলাকায় মাদক ব্যবসা ছড়িয়ে দেওয়ার নীলনকশা ফাঁস করেছে পূর্ব আগরতলা থানার পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে এমবিবি কলেজ লেক সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে স্থানীয় এক দোকানদার দীপ্তনু সাহাকে গ্রেফতার করে পুলিশ। তার দোকান থেকে উদ্ধার হয় ব্রাউন সুগার ভর্তি ১৮০টি কৌটা এবং ২২টি কফ সিরাপের শিশি।

পুলিশ সূত্রে জানা গেছে, এনডিপিএস আইনে মামলা রুজু করে দীপ্তনুকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে সে আরও তিনজন মাদক পাচারকারীর নাম ফাঁস করে। এরপর পুলিশ গভীর রাতে রাজধানীর লালমাটিয়া এলাকায় অভিযান চালিয়ে বিজয় দাস, তপন বণিক এবং কৃষ্ণ বিশ্বাস নামে তিনজনকে গ্রেফতার করে।

এই অভিযানের নেতৃত্বে ছিলেন পূর্ব আগরতলা থানার ওসি সুব্রত দেবনাথ। তাঁর সহযোগী ছিলেন এসআই নারায়ণ দেব এবং কলেজটিলা আউটপোস্টের ওসি। রবিবার সংবাদ মাধ্যমে ওসি সুব্রত দেবনাথ জানান, ধৃতদের কাছ থেকে বেশ কয়েকজন বড় মাদক কারবারির নামও উঠে এসেছে।

সূত্রের দাবি, এই দুই রাঘব বোয়ালের কাছ থেকেই লালমাটিয়ার বিজয়, তপন ও কৃষ্ণ নেশা সামগ্রী সংগ্রহ করে শহরের পূর্বাঞ্চলের কলেজ টিলা, কলেজ লেক, যোগেন্দ্রনগর, টাউন প্রতাপগড় ও আশ্রম চৌমুহনী এলাকার কিছু ছোট দোকানে সরবরাহ করত।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande