
নয়াদিল্লি, ২ নভেম্বর (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ৯টা নাগাদ নতুন দিল্লির ভারত মণ্ডপমে উদীয়মান বিজ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবন কনক্লেভ ২০২৫-এর উদ্বোধন করবেন। দেশে গবেষণা ও উন্নয়ন বাস্তুতন্ত্রের উন্নয়নে এক বিরাট অবদানের জন্য, প্রধানমন্ত্রী ১ লক্ষ কোটি টাকার গবেষণা উন্নয়ন ও উদ্ভাবন প্রকল্প তহবিল চালু করবেন। এই প্রকল্পের লক্ষ্য দেশে বেসরকারি ক্ষেত্র-চালিত গবেষণা ও উন্নয়ন বাস্তুতন্ত্রকে উৎসাহিত করা।
উদীয়মান বিজ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবন কনক্লেভ ৩-৫ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে। এই কনক্লেভে নোবেলজয়ী, বিশিষ্ট বিজ্ঞানী, উদ্ভাবক এবং নীতিনির্ধারকদের পাশাপাশি শিক্ষা, গবেষণা প্রতিষ্ঠান, শিল্প এবং সরকারের ৩,০০০ জনেরও বেশি অংশগ্রহণকারী একত্রিত হবেন। আলোচনায় ১১টি গুরুত্বপূর্ণ বিষয়ভিত্তিক ক্ষেত্র অন্তর্ভুক্ত থাকবে, যার মধ্যে রয়েছে উন্নত উপকরণ ও উৎপাদন, কৃত্রিম বুদ্ধিমত্তা, জৈব-উৎপাদন, নীল অর্থনীতি (ব্লু ইকোনমি), ডিজিটাল যোগাযোগ, ইলেকট্রনিক্স ও সেমিকন্ডাক্টর উৎপাদন, উদীয়মান কৃষি প্রযুক্তি, শক্তি, পরিবেশ ও জলবায়ু, স্বাস্থ্য ও চিকিৎসা প্রযুক্তি, কোয়ান্টাম বিজ্ঞান ও প্রযুক্তি এবং মহাকাশ প্রযুক্তি।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা