বৃষ্টিতে গুজরাটের কৃষকদের ক্ষতি, পাশে থাকার আশ্বাস মুখ্যমন্ত্রী প্যাটেলের
আহমেদাবাদ, ২ নভেম্বর (হি.স.): গুজরাটের বিভিন্ন জেলায় এবার অসময়ের বৃষ্টিতে ব্যাপক ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্তদের সেই কৃষকদের পাশে থাকার আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল। রবিবার এক্স মাধ্যমে মুখ্যমন্ত্রী জানান, গত কয়েকদিন ধরে রাজ্যের বিভিন্
বৃষ্টিতে গুজরাটের কৃষকদের ক্ষতি, পাশে থাকার আশ্বাস মুখ্যমন্ত্রী প্যাটেলের


আহমেদাবাদ, ২ নভেম্বর (হি.স.): গুজরাটের বিভিন্ন জেলায় এবার অসময়ের বৃষ্টিতে ব্যাপক ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্তদের সেই কৃষকদের পাশে থাকার আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল। রবিবার এক্স মাধ্যমে মুখ্যমন্ত্রী জানান, গত কয়েকদিন ধরে রাজ্যের বিভিন্ন জেলায় অসময়ের বৃষ্টিপাতের কারণে কৃষকদের ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। এই অপ্রত্যাশিত প্রাকৃতিক দুর্যোগে, রাজ্য সরকার কৃষকদের প্রতি সম্পূর্ণ সংবেদনশীল। রাজ্যের মন্ত্রীরা সরাসরি বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন এবং কৃষকদের পরিস্থিতি মূল্যায়ন করেছেন। প্রশাসন সর্বোচ্চ গতিতে ফসলের ক্ষতি পর্যালোচনা এবং সমীক্ষার কাজ হাতে নিয়েছে। আমি এই বিষয়ে মন্ত্রী এবং আধিকারিকদের সঙ্গে ক্রমাগত সমন্বয় করছি। মাটির সন্তানদের কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে, রাজ্য সরকার এই ক্ষতিতে কৃষকদের সহায়তা প্রদানের জন্য শীঘ্রই একটি ত্রাণ-সহায়তা প্যাকেজ ঘোষণা করবে।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌমিতা




 

 rajesh pande