হিংসার প্রতি নির্বাচন কমিশনের শূন্য সহনশীলতা রয়েছে : জ্ঞানেশ কুমার
কানপুর, ২ নভেম্বর (হি.স.): হিংসার প্রতি নির্বাচন কমিশনের শূন্য সহনশীলতা রয়েছে, জানিয়ে দিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। রবিবার উত্তর প্রদেশের কানপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, বিহারের নির্বাচনে, প্রতিটি রাজনৈতিক দল তাঁদের নিজস্ব
জ্ঞানেশ কুমার


কানপুর, ২ নভেম্বর (হি.স.): হিংসার প্রতি নির্বাচন কমিশনের শূন্য সহনশীলতা রয়েছে, জানিয়ে দিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। রবিবার উত্তর প্রদেশের কানপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, বিহারের নির্বাচনে, প্রতিটি রাজনৈতিক দল তাঁদের নিজস্ব উপায়ে ভোটারদের কাছে প্রতিদ্বন্দ্বিতা করছে এবং আবেদন জানাচ্ছে। আমি আবারও স্পষ্ট করে বলতে চাই, নির্বাচন কমিশনের কাছে কোনও শাসক দল অথবা বিরোধী দল নেই। সবাই সমান। আমি বিহারের সমস্ত ভোটারদের কাছে আবেদন করছি; আসুন আমরা একসঙ্গে নির্বাচনের এই উৎসব উদযাপন করি এবং অবশ্যই নিজেদের ভোট দিতে যেন বেরিয়ে আসি।

জ্ঞানেশ কুমার আরও বলেন, নির্বাচন কমিশন স্পষ্ট করে বলতে চায়, হিংসার প্রতি শূন্য সহনশীলতা রয়েছে। কোনও হিংসা সহ্য করা হবে না এবং সাধারণ ভোটাররা নিজস্ব ইচ্ছা অনুসারে শান্তিপূর্ণভাবে এবং স্বচ্ছভাবে ভোট দিতে সক্ষম হবেন। নির্বাচন কমিশন এর জন্য সম্পূর্ণ প্রস্তুত। বিহারের এই নির্বাচন কেবল স্বচ্ছতার জন্যই নয়, দক্ষতা, সরলতা এবং উৎসব উদযাপনের জন্যও একটি উদাহরণ স্থাপন করবে, কেবল ভারতের জন্য নয়, বিশ্বের জন্যও।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌমিতা




 

 rajesh pande