
ওয়েলিংটন, ২ নভেম্বর(হি.স.) : আন্তর্জাতিক টি-২০ কে বিদায় জানালেন নিউ জিল্যান্ডের কিংবদন্তি ব্যাটার কেইন উইলিয়ামসন। নিউ জিল্যান্ড ক্রিকেট (এনজেডসি) উইলিয়ামসনের অবসরের কথা রবিবার এক বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছেন।
নিউ জিল্যান্ডের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ টি-২০ রান সংগ্রাহক উইলিয়ামসন ৯৩ ম্যাচে করেছেন ২৫৭৫ রান। গড় ৩৩, ফিফটি ১৮টি এবং সর্বোচ্চ ইনিংস ৯৫।
২০১১ সালে আন্তর্জাতিক টি-২০ তে অভিষেক হওয়া উইলিয়ামসন ৭৫ ম্যাচে ব্ল্যাকক্যাপসদের নেতৃত্ব দিয়েছেন। তাঁর নেতৃত্বে নিউ জিল্যান্ড দুটি টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে (২০১৬ ও ২০২২) এবং একটি ফাইনালে (২০২১) পৌঁছেছিল।
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি