
বৈশালী, ২ নভেম্বর (হি.স.): এনডিএ-র সমালোচনা করলেন ভোজপুরি গায়ক-অভিনেতা তথা আরজেডি নেতা খেসারি লাল যাদব। তাঁর কথায়, এনডিএ কখনও কর্মসংস্থান নিয়ে কথা বলে না। রবিবার খেসারি লাল যাদব বলেন, মানুষের এখন চাকরির প্রয়োজন, আর এনডিএ কখনও কর্মসংস্থান নিয়ে আলোচনা করে না। তারা সবসময় হিন্দুত্ব ও সনাতন ধর্ম, মন্দির, মসজিদ, ভারত ও পাকিস্তান নিয়ে কথা বলে। ঘৃণার এই সমস্যা সমাধান করা উচিত। মানুষ অলস থাকার কারণে ঘৃণা ছড়ায়। কিন্তু তাদের ২০ বছর ধরে এনডিএ সরকার আছে, এবং একটিও কারখানা স্থাপন করা হয়নি।
খেসারি বলেন, আমরা এমন চাকরি পাই না যা আমাদের পরিবারের সঙ্গে থেকে অর্থ উপার্জন করতে পারি। আমাদের সন্তানদের ভবিষ্যৎ নিশ্চিত করতে সাহায্য করে। আমরা টাকা চাইছি না। আমাদের কাজ দাও। আমরা উপার্জন করব এবং আমাদের সন্তানদের লালন-পালন করব। কিন্তু তারা কখনও আমাদের কাজ দেয় না। তারা প্রতিটি নির্বাচনের সময় কিছু না কিছু ইস্যু উত্থাপন করে।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা