এসআইআর ‘ষড়যন্ত্রে’র প্রতিবাদে মঙ্গলে পথে মমতা-অভিষেক, প্রস্তুতি শুরু
কলকাতা, ২ নভেম্বর (হি.স.): এসআইআর নিয়ে বিজেপির বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলে ফের পথে রাজ্যের শাসকদল। মঙ্গলবারই মিছিলে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। রবিবার থেকেই শুরু হরেছে তার পূর্ণ প্রস্তুতি। ৪ নভেম্বর, মঙ্গলবার অর্
এসআইআর ‘ষড়যন্ত্রে’র প্রতিবাদে মঙ্গলে পথে মমতা-অভিষেক, প্রস্তুতি শুরু


কলকাতা, ২ নভেম্বর (হি.স.): এসআইআর নিয়ে বিজেপির বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলে ফের পথে রাজ্যের শাসকদল। মঙ্গলবারই মিছিলে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। রবিবার থেকেই শুরু হরেছে তার পূর্ণ প্রস্তুতি।

৪ নভেম্বর, মঙ্গলবার অর্থাৎ যেদিন থেকে বাড়ি বাড়ি গিয়ে বিএলও-রা এসআইআরের কাজ শুরু করবেন, ওইদিনই পথে নামছেন মমতা-অভিষেক। সূত্রের খবর, ওইদিন দুপুরে ধর্মতলার গান্ধী মূর্তির পাদদেশ থেকে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি পর্যন্ত পদযাত্রায় মমতা-অভিষেকের সঙ্গে মিছিলে হাঁটবেন দলীয় সাংসদ, কাউন্সিলররাও। বিভিন্ন অঞ্চলে গোটা বিষয়টি নিয়ে রবিবার দলীয় পর্যায়ে আলাপ-আলোচনা হয়েছে।

ইতিমধ্যে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনে নাম বাদ যেতে পারে, স্রেফ এই আশঙ্কায় রাজ্যে তিনজনের মৃত্যু হয়েছে বলে দাবি তুলেছে পরিবারগুলি। এনিয়ে গোড়া থেকে সামাজিক মাধ্যমে বিজেপিকে তোপ দেগেছেন তৃণমূলনেত্রী। এবার পথে নেমে আরও বড় প্রতিবাদ সংগঠিত করতে চলেছেন তাঁরা।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande