এসআইআর: তৃণমূল ও সিপিএমকে একযোগে নিশানা অমিত মালব্যর
নয়াদিল্লি, ২ নভেম্বর (হি.স.): পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের (এসআইআর) কাজ শুরু হবে ৪ নভেম্বর। আর সেই ঘোষণা হতেই উত্তর ২৪ পরগনার অন্তর্গত বিভিন্ন এলাকা, বিশেষত বিরাটি, বিশরপাড়া ও সংলগ্ন অঞ্চল থেকে পরিচারিকারা কাজ ছাড়ছেন বলে অভিযোগ।
এসআইআর: তৃণমূল ও সিপিএমকে একযোগে নিশানা অমিত মালব্যর


নয়াদিল্লি, ২ নভেম্বর (হি.স.): পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের (এসআইআর) কাজ শুরু হবে ৪ নভেম্বর। আর সেই ঘোষণা হতেই উত্তর ২৪ পরগনার অন্তর্গত বিভিন্ন এলাকা, বিশেষত বিরাটি, বিশরপাড়া ও সংলগ্ন অঞ্চল থেকে পরিচারিকারা কাজ ছাড়ছেন বলে অভিযোগ। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, তাঁরা খোঁজ করতে গিয়ে জানতে পারছেন ওই পরিচারিকারা কাজ ছেড়ে বাংলাদেশে ফিরে গিয়েছেন। এই বিষয়টি নিয়েই এ বার একযোগে তৃণমূল এবং সিপিএমকে নিশানা করলেন বিজেপি নেতা অমিত মালব্য।

রবিবার এক্স হ্যান্ডলে একটি পোস্টে তিনি লিখেছেন, তৃণমূল এবং সিপিএম বছরের পর বছর ধরে এই অনুপ্রবেশকারীদের বাংলার মাটিতে আশ্রয় দিয়ে এসেছে। আর আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এঁদের রক্ষা করতে পারবে না বলে ওঁরা বাংলাদেশে ফিরে যেতে শুরু করেছেন। এতেই বোঝা যাচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোটব্যাঙ্কে ভাঙন ধরতে শুরু করেছে।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande