
কলকাতা, ২ নভেম্বর, (হি.স.): আগামী সপ্তাহের শনিবার থেকেই ইয়েলো লাইনে বাড়বে পরিষেবার সংখ্যা। যাত্রীদের যাতায়াতের সুবিধার জন্য এই সময়সূচিতে রদবদল বলে জানিয়েছে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ।
গত ২২ অগস্ট রাজ্যে আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর ওইদিনই তাঁর হাত দিয়েই উদ্বোধন হয় কলকাতা মেট্রোর তিনটি প্রকল্প। এর মধ্যে ছিল ইয়েলো লাইনের নোয়াপাড়া-জয় হিন্দ বিমানবন্দর (৬.৭৭ কিমি)। ইয়েলো লাইন নোয়াপাড়া থেকে বিস্তৃত হবে বারাসাত পর্যন্ত। এর নির্মাণকাজ চলছে।
শনিবার দিনের প্রথম পরিষেবা: হাওড়া ময়দান থেকে সল্ট লেক সেক্টর ফাইভ পর্যন্ত যাওয়ার দিনের প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল সাড়ে ছ’টায় (সময়ের কোনও পরিবর্তন নেই)৷ সল্ট লেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান পর্যন্ত যাওয়ার দিনের প্রথম মেট্রো ৬টা ৩৯ মিনিটের পরিবর্তে পাওয়া যাবে সকাল ৬টা ৩২ মিনিটে।
শনিবার দিনের শেষ পরিষেবা: হাওড়া ময়দান থেকে সল্ট লেক সেক্টর ফাইভ পর্যন্ত যাওয়ার দিনের শেষ মেট্রো পাওয়া যাবে রাত ৯টা ৪৫ মিনিটে। সল্ট লেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান পর্যন্ত যাওয়ার দিনের শেষ মেট্রো পাওয়া যাবে রাত ৯টা ৪৭ মিনিটে৷ শেষ মেট্রোর সূচিতে কোনও পরিবর্তন নেই ৷
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত