
ফ্লরিডা, ২ নভেম্বর(হি.স.): হতাশায় ঘেরা ম্যাচের শেষ দিকে জ্বলে উঠে ৯০ মিনিটে দুর্দান্ত গোল করলেন লিওনেল মেসি। ম্যাচে ফিরল প্রাণ। কিন্তু যোগ করা সময়ের ছয় মিনিটে ছড়াল উত্তেজনা। ফেভারিটদের হারিয়ে প্লে-অফের লড়াই তৃতীয় ম্যাচে নিয়ে গেল ন্যাশভিল।
ইন্টার মায়ামির বিপক্ষে আগের ১০ ম্যাচে জয় ছিল না ন্যাশভিল এসসির। সেই ন্যাশভিল মেজর লিগ সকারের প্লে-অফের দ্বিতীয় রাউন্ডে জিতল ২-১ গোলে।
২০২৩ সালের মে মাসের পর মায়ামির বিপক্ষে ন্যাশভিলের প্রথম জয় এটি।
প্লে-অফের প্রথম ম্যাচে ২৫ অক্টোবর ৩-১ গোলে জিতেছিল মায়ামি। দ্বিতীয় ম্যাচে ন্যাশভিলের জয়ে আগামী শনিবার তৃতীয় প্লে-অফে হবে ভাগ্য নির্ধারিত হবে দুই দলের।
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি