
কলকাতা, ২ নভেম্বর (হি.স.): রক্ষণাবেক্ষণের কাজের জন্য রবিবার সকাল থেকে বন্ধ থাকল দ্বিতীয় হুগলি সেতু (বিদ্যাসাগর সেতু)। কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগের জারি করা বিজ্ঞপ্তি মতোই এদিন ভোর ৬টা থেকে দ্বিতীয় হুগলি সেতুতে যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়। সেতুর ওপর দ্বিমুখী যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ থাকে।
এই সময়ে যানবাহন চলাচলের বিকল্প ব্যবস্থা হিসেবে হাওড়া সেতু ব্যবহার করার পরামর্শ দেওয়া হয় যাত্রীদের। দুপুর ২টোর পর ফের সেতুটি যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে বলে জানানো হয়েছে। রবিবার সেতুর নিয়মিত রক্ষণাবেক্ষণ ও মেরামতির কাজ করা হয়। এই কাজের জন্যই নির্দিষ্ট সময়ের জন্য যান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা