
আরা, ২ নভেম্বর (হি.স.): বিহারে ভোট প্রচারে গিয়ে ফের আরজেডি-র সমালোচনা করলেন প্রধানমন্ত্রী তথা বিজেপি নেতা নরেন্দ্র মোদী। তিনি জোর দিয়ে বলেন, বিকশিত বিহার বিকশিত ভারতের বুনিয়াদ। রবিবার বিহারের আরায় নির্বাচনী জনসভা থেকে প্রধানমন্ত্রী মোদী বলেন, বিকশিত বিহারই বিকশিত ভারতের বুনিয়াদ। যখন আমি বিকশিত বিহারের কথা বলি, তখন আমি বিহারের শিল্প উন্নয়নের কথা বলি; বিহারের যুবকদের বিহারে চাকরি পাওয়া উচিত। তোমাদের স্বপ্নই আমাদের সংকল্প। এবার, বিহারের জনগণ নিশ্চিত করবে, এনডিএ রেকর্ড ব্যবধানে নির্বাচনে জয়লাভ করবে। 'জঙ্গল রাজ'-এর নেতারা সবচেয়ে ভয়াবহ পরাজয়ের রেকর্ড গড়বে।
প্রধানমন্ত্রী মোদী বলেন, একটা সময় ছিল যখন বিহার অন্যান্য রাজ্য থেকে মাছ আমদানি করত। এনডিএ সরকারের নীতির ফলে, বিহার এখন অন্যান্য রাজ্যে মাছ বিক্রি করে। প্রধানমন্ত্রী এও বলেন, দেশের নিরাপত্তা এবং যারা দেশকে রক্ষা করে, উভয়ই আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই অঞ্চলের আমাদের অনেক সাথী সামরিক এবং আধাসামরিক বাহিনীতে আছেন। আমাদের সামরিক পরিবারগুলি কয়েক দশক ধরে 'ওয়ান র্যাঙ্ক, ওয়ান পেনশন' দাবি করে আসছে। মোদী সেটি নিশ্চিত করেছে এবং তা পূরণ করেছেন। 'ওয়ান র্যাঙ্ক, ওয়ান পেনশন'-এর আওতায়, সারা দেশের প্রাক্তন সেনারা ১ লক্ষ কোটি টাকারও বেশি অর্থ পেয়েছেন। বিহারের সামরিক পরিবারগুলিও শত শত কোটি টাকার সহায়তা পেয়েছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, কংগ্রেস কখনও চায়নি, কোনও আরজেডি প্রার্থীকে মুখ্যমন্ত্রী পদের মুখ হিসেবে ঘোষণা করা হোক। কিন্তু আরজেডি কংগ্রেসের দিকে বন্দুক তাক করে মুখ্যমন্ত্রী পদ ছিনিয়ে নিয়েছে, নিশ্চিত করেছে যে তাদের প্রার্থীই মুখ্যমন্ত্রী পদের মুখ হবেন। আরজেডি এবং কংগ্রেসের মধ্যে বিরাট দ্বন্দ্ব রয়েছে। ইস্তেহারে কংগ্রেসের দাবি বিবেচনা করা হয়নি। নির্বাচনের আগে তাদের মধ্যে এত ঘৃণা, এবং নির্বাচনের পরে, তারা একে অপরের বিরুদ্ধে ঝগড়া করবে। তাদের বিশ্বাস করা যায় না।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা