আরজেডি-কংগ্রেসের নেতারা দেশবাসীর আস্থাকে অসম্মান করতে পারদর্শী : প্রধানমন্ত্রী
আরা, ২ নভেম্বর (হি.স.): নির্বাচনী প্রচারে আরজেডি-কংগ্রেসের তীব্র সমালোচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি কটাক্ষ করে বলেছেন, আরজেডি-কংগ্রেসের নেতারা দেশবাসীর আস্থাকে অসম্মান করতে পারদর্শী। রবিবার বিহারের আরায় এক নির্বাচনী জনসভায় প্রধানমন্ত্
প্রধানমন্ত্রী


আরা, ২ নভেম্বর (হি.স.): নির্বাচনী প্রচারে আরজেডি-কংগ্রেসের তীব্র সমালোচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি কটাক্ষ করে বলেছেন, আরজেডি-কংগ্রেসের নেতারা দেশবাসীর আস্থাকে অসম্মান করতে পারদর্শী। রবিবার বিহারের আরায় এক নির্বাচনী জনসভায় প্রধানমন্ত্রী মোদী বলেন, আরজেডি-কংগ্রেসের নেতারা আমাদের ধর্মবিশ্বাস ও আস্থাকে অসম্মান করতে পারদর্শী। আরজেডির নেতারা প্রয়াগ কুম্ভমেলাকে 'ফালতু' বলে অভিহিত করেছেন। কংগ্রেসের একজন 'নামদার' বলেছেন যে 'ছট মহাপর্ব' একটি নাটক। যারা আমাদের ধর্মবিশ্বাসকে অসম্মান করে তাদের বিহার কখনই ক্ষমা করবে না। যারা আমাদের ধর্মবিশ্বাসকে অসম্মান করে তাদের খুব কঠোর শাস্তি দেওয়া উচিত, যাতে কেউ আর 'ছট মহাপর্ব'কে অসম্মান করার সাহস না করে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, যদি আরজেডি বিহারে 'জঙ্গল রাজ' এবং তোষণের রাজনীতি এনে থাকে, তাহলে কংগ্রেসের পরিচয় শিখদের গণহত্যার সঙ্গে যুক্ত। এটি ১৯৮৪ সালের পয়লা এবং ২ নভেম্বর হয়েছিল। আজও ২ নভেম্বর। কংগ্রেস দলের সদস্যরা ১৯৮৪ সালের পয়লা এবং ২ নভেম্বর দিল্লি এবং দেশের অন্যান্য অনেক জায়গায় শিখ গণহত্যা চালিয়েছিল। আজও, কংগ্রেস তাদের দলের মধ্যে শিখ গণহত্যার অপরাধীদের পূর্ণ সম্মানের সঙ্গে নতুন পদ দিচ্ছে। কংগ্রেস হোক বা আরজেডি, নিজেদের পাপের জন্য তাদের কোনও অনুশোচনা নেই।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌমিতা




 

 rajesh pande