দিল্লির বায়ুদূষণ নিয়ে উদ্বিগ্ন প্রিয়াঙ্কা, পদক্ষেপের আর্জি সরকারের কাছে
নয়াদিল্লি, ২ নভেম্বর (হি.স.): রাজধানীর বাতাসের গুণমান ''গুরুতর'' পর্যায়ে পৌঁছোনো নিয়ে দিল্লি সরকারকে অবিলম্বে পদক্ষেপ করার আর্জি জানিয়েছেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী বঢরা। সম্প্রতি তিনি কেরলের ওয়ানাড এবং বিহারে সফর সেরে দিল্লিতে ফিরেছেন।
প্রিয়াঙ্কা গান্ধী


নয়াদিল্লি, ২ নভেম্বর (হি.স.): রাজধানীর বাতাসের গুণমান 'গুরুতর' পর্যায়ে পৌঁছোনো নিয়ে দিল্লি সরকারকে অবিলম্বে পদক্ষেপ করার আর্জি জানিয়েছেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী বঢরা। সম্প্রতি তিনি কেরলের ওয়ানাড এবং বিহারে সফর সেরে দিল্লিতে ফিরেছেন।

সোশ্যাল মিডিয়া এক্স হ্যান্ডলে প্রিয়ঙ্কা রবিবার লিখেছেন, প্রথমে ওয়ানাড, তার পর বিহারের বাচওয়ারা হয়ে দিল্লির বাতাসে ফিরে আসা সত্যিই মর্মান্তিক। তিনি আরও লিখেছেন, রাজনৈতিক ভেদাভেদ ভুলে আমাদের একত্রিত হয়ে কিছু করার সময় এসেছে। কেন্দ্রীয় এবং রাজ্য সরকারকে অবিলম্বে পদক্ষেপ করতে হবে। এই ভয়াবহ পরিস্থিতি থেকে রক্ষা পেতে যে কোনও পদক্ষেপ করলে আমরা সকলেই সমর্থন এবং সহযোগিতা করব।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande